Water Waste Prevention: নিম্নলিখিত এই পদ্ধতিগুলো মেনে চললে খুব সহজেই জলের অপচয় বন্ধ করা যায়…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 05, 2022 | 2:27 PM

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সুযোগ পেলেই পুকুর বা খালে ময়লা ফেলে। এতে করে জল দূষিত হয়। কিন্তু তার চেয়েও অনেক বেশি পরিমাণে জলের অপচয় হয়। কী উপায়ে তা বন্ধ করা সম্ভব জানেন?

1 / 6
মুখ ধোয়া বা দাঁত ব্রাশ করার সময় জলের ট্যাপ বন্ধ রাখুন। একান্ত যদি গরম জল পেতে ট্যাপ একটু খুলে রাখতে চান, তাহলে সেই জল ব্রাশ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন।

মুখ ধোয়া বা দাঁত ব্রাশ করার সময় জলের ট্যাপ বন্ধ রাখুন। একান্ত যদি গরম জল পেতে ট্যাপ একটু খুলে রাখতে চান, তাহলে সেই জল ব্রাশ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন।

2 / 6
বাথরুমে থাকা গতানুগতিক বা পুরনো জলের শাওয়ারগুলো সরিয়ে ফেলুন। বর্তমানে বাজারে জল সাশ্রয়কারী শাওয়ার পাওয়া যায়। সেগুলো ব্যবহারের মাধ্যমে ২০ থেকে ৬০ শতাংশ জলের অপচয় রোধ সম্ভব।

বাথরুমে থাকা গতানুগতিক বা পুরনো জলের শাওয়ারগুলো সরিয়ে ফেলুন। বর্তমানে বাজারে জল সাশ্রয়কারী শাওয়ার পাওয়া যায়। সেগুলো ব্যবহারের মাধ্যমে ২০ থেকে ৬০ শতাংশ জলের অপচয় রোধ সম্ভব।

3 / 6
জল পান করার পর যদি গ্লাসের তলায় কিছুটা জল থেকে যায়, তাহলে তা ফেলে দেবেন না। সেটুকু আপনার গাছের গোড়ায় ঢালতে পারেন কিংবা চায়ের কেটলিতে জমাতে পারেন।

জল পান করার পর যদি গ্লাসের তলায় কিছুটা জল থেকে যায়, তাহলে তা ফেলে দেবেন না। সেটুকু আপনার গাছের গোড়ায় ঢালতে পারেন কিংবা চায়ের কেটলিতে জমাতে পারেন।

4 / 6
কাপড় ধোয়া বা থালাবাসন পরিষ্কারের মেশিন এখন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। পুরোপুরি ভর্তি না হওয়া অবধি এ সব মেশিন ব্যবহার থেকে বিরত থাকুন।

কাপড় ধোয়া বা থালাবাসন পরিষ্কারের মেশিন এখন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। পুরোপুরি ভর্তি না হওয়া অবধি এ সব মেশিন ব্যবহার থেকে বিরত থাকুন।

5 / 6
অনেকেই যখন-তখন টয়লেট ফ্লাশ করে থাকেন। এতে প্রচুর জল অপচয় হয়। তাই একান্ত প্রয়োজন না হলে ফ্লাশ করা থেকে বিরত থাকুন।

অনেকেই যখন-তখন টয়লেট ফ্লাশ করে থাকেন। এতে প্রচুর জল অপচয় হয়। তাই একান্ত প্রয়োজন না হলে ফ্লাশ করা থেকে বিরত থাকুন।

6 / 6
অনেক সময় জলের পাইপে থাকা বিভিন্ন জোড়া থেকে হালকা চুইয়ে চুইয়ে জল বাইরে পড়ে যায়। একটু সতর্ক হলেই এভাবে জলের অপচয় রোধ করা যায়।

অনেক সময় জলের পাইপে থাকা বিভিন্ন জোড়া থেকে হালকা চুইয়ে চুইয়ে জল বাইরে পড়ে যায়। একটু সতর্ক হলেই এভাবে জলের অপচয় রোধ করা যায়।

Next Photo Gallery