
পেডিকিওর করার আগে একটি ভাল মানের নেইল রিমুভাব ও তুলোর বল বা প্যাড দিয়ে নখের রঙ মুছে ফেলুন। নখের মধ্যে অবশিষ্ট নেইল পলিশ তুলতে জল ও হালকা সাবান দিয়ে পা পরিস্কার করে ধুয়ে ফেলুন।

কয়েক মিনিটের জন্য আপনার পা হালকা গরমেক চেয়ে বেশি গরম জলে ভিজিয়ে রাখুন। এই পদ্ধতিতে পায়ের মধ্যে কিউটিকল ও শুষ্ক মৃত কোষগুলি উঠে যায়। ফলে পা নরম হয়ে ওঠে।

মৃত ত্বকের কোষ ও ময়লা অপসারণ করতে একটি স্ক্রাবিং প্যাড ব্যবহার করুন। ত্বকের মৃত কোষ ও ময়লাগুলি অপসারণ করতে স্ক্রাব করার পরে আপনার পা ধুয়ে ফেলুন। একপর নরম তোয়ালে বা সুতির কাপড় দিয়ে পা শুকিয়ে নিন।

পায়ের নখগুলিকে একই ভাবে সমান ভাবে কেটে ফেলুন। সুন্দর আকার দেওয়ার পর নখের কোণগুলি পরিস্কার করুন। আঙুলের ডগাও পরিস্কার করে নিতে পারেন। নখ ও পা ভাল করে মাসাজ করুন।

নারকেল বা আমন্ড তেলের সঙ্গে ৪-৫ চা চামচ ভিটামিন ই-এর কয়েক ফোঁটা যোগ করুন। এবার এই পেস্টটি পায়ে সমানভাবে ব্যবহার করে নিন। প্রায় ১০ মিনিটের জন্য হিল মাসাজ করুন। তাতে ত্বকের তেল সমস্ত জায়গাও ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত তেল অপসারণ করতে একটি গরম ভেজা কাপড় ব্যবহার করুন। এরপর একটি ফুট ক্রিম লাগিয়ে নিন। রক্ত সঞ্চালন বাড়াতে পায়ে বৃত্তাকার ভাবে মাসাজ করুন। অতিরিক্ত ক্রিম মুছে ফেলার জন্য তুলোর প্যাড ব্যবহার করুন। পা ও নখ মুছে প্রিয় ও পছন্দের রঙে রঙিন করে তুলুন পা-কে।