
এক চামচ গ্লিসারিন আর একচামচ কাঁচা দুধ মিশিয়ে নিন ভালো করে। বাইরে থেকে ফিরলে এই মিশ্রণই ক্লিনজার হিসেবে ব্যবহার করুন। প্রতিদিন রাতে এই মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে পারলেও খুব ভালো।

গ্লিসারিন থেকে টোনার তৈরি করা যায়। এর জন্য একটি স্প্রে বোতলে অর্ধেক গ্লিসারিন নিন এবং অর্ধেক জল মেশান। দুটি ভালোভাবে মেশানোর পর টোনার ব্যবহার করুন। মুখ ধোয়ার পরে, এটি আপনার মুখে স্প্রে করুন এবং একটি তুলার প্যাড দিয়ে মুছুন। এভাবে ত্বক আঠালো হবে না এবং পরিষ্কারও থাকবে।

গ্লিসারিন এক চামচ, গোলাপ জল এক চামচ এক চামচ আমন্ড পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে ভালো করে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ইষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। তফাত নিজের চোখেই দেখতে পাবেন।

গ্লিসারিন ব্যবহার করার আগে মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। এবার হাফ কাপ গোলাপ জলের সঙ্গে এক চামচ বা এক ছিপি গ্লিসারিন মিশিয়ে নিন। এবার তুলো দিয়ে মুখে লাগান। ব্ল্যাক হেডস তুলতেও খুব ভাল কাজ করে এই টোটকা।

শীতকালে সকলেই ইষদুষ্ণ জলে স্নান করেন। এই স্নানের জলে বাড় দু চামচ গ্লিসারিন আর তিন চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এক চামচ দুধ দিন। প্রয়োজনে কিছু তুলসিপাতা ফেলে দিতে পারেন। এবার এই জল দিয়ে স্নান করুন। ত্বক থাকবে নরম।

শীতকালে চুলে জোট পড়ে যায় এবং এর কারণে চুল পড়ার সমস্যাও দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে আপনার হাতে গ্লিসারিন নিন এবং তাতে কয়েক ফোঁটা জল মিশিয়ে নিন। এবার এটা ভেজা চুলে লাগান। মনে রাখবেন, এই কাজটি আপনাকে শ্যাম্পু করার পর করতে হবে, তবে তার আগে তোয়ালে দিয়ে চুল ভালো করে মুছে নিন।