Lip Care: ফাটা ঠোঁটের সমস্যা নিমেষে দূর করে হলুদ! ব্যবহার করুন হলুদের তৈরি স্ক্রাব ও লিপ বাম
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 16, 2022 | 3:06 PM
হলুদ শুধু ত্বকের জন্যই নয়, ঠোঁটের জন্যও অত্যন্ত উপকারি। ফাটা ঠোঁট সারাতে হলুদ খুবই কার্যকরী। তাই ঠোঁটের যত্ন নিতে হলুদের লিপ বাম এবং লিপ স্ক্রাব ব্যবহার করতে পারেন।
1 / 6
হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বক ভাল রাখে। দাগহীন এবং উজ্জ্বল ত্বকের জন্য মুখে হলুদ প্রয়োগ করতে পারেন। তবে হলুদ শুধু ত্বকের জন্যই নয়, ঠোঁটের জন্যও অত্যন্ত উপকারি।
2 / 6
ফাটা ঠোঁটের সমস্যা দূর করতে হলুদ খুবই কার্যকরী। হলুদ ব্যবহারের ফলে ফাটা ঠোঁট দ্রুত সেরে যায়, এর পাশাপাশি ঠোঁট নরম থাকে এবং ঠোঁটের কালচে সমস্যাও দূর হয়। তাই ঠোঁটের যত্ন নিতে হলুদের লিপ বাম এবং লিপ স্ক্রাব ব্যবহার করতে পারেন।
3 / 6
হলুদের লিপ স্ক্রাব তৈরি করতে চিনি, নারকেল তেল, হলুদ এবং লেবুর রস নিন। এই সবকটি উপকরণ একসঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি ঠোঁটে লাগান। সপ্তাহে দু’বার ঠোঁটে স্ক্রাব করতে পারেন। এতে ফাটা ঠোঁট ঠিক হয়ে যায় এবং ঠোঁটের কালচে ভাবও কমে যাবে।
4 / 6
এই স্ক্রাব মূলত হলুদ এবং লেবু ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে যা ঠোঁটের কালচে ভাব কমায়। চিনি ত্বককে এক্সফোলিয়েট করে যার ফলে ঠোঁট নরম হয়। লেবুতে যেহেতু অ্যাসিড থাকে তাই এটি ব্যবহারের ফলে জ্বালাভাব হতে পারে। যদি জ্বালাভাবের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে লেবু ব্যবহার না করাই ভাল।
5 / 6
লিপ বাম তৈরি করতে এক চামচ গ্লিসারিন, দুই চামচ পেট্রোলিয়াম জেলি, এক চামচ মধু, হলুদ এবং টি ট্রি অয়েল নিন। এবার পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, মধু, হলুদ এবং টি ট্রি অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। মসৃণ পেস্ট তৈরি হয়ে গেলে ছোটো কৌটোয় ভরে রাখুন। এরপর এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। তিন থেকে চার ঘণ্টার মধ্যে আপনার লিপবাম তৈরি হয়ে যাবে। আপনি এই লিপ বাম ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।
6 / 6
হলুদ লিপ বাম ব্যবহার করার ফলে ফাটা ঠোঁটের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। মধু ঠোঁটকে হাইড্রেট করে, যার ফলে ঠোঁট নরম থাকে। গ্লিসারিন থাকার কারণে ঠোঁট অনেকক্ষণ নরম থাকে।