শক্তিশালী ও টেকসই ই-বাইক তৈরি করল মুম্বই, আগমনের তারিখ ২৫ অগস্ট

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 25, 2021 | 2:24 PM

এই ইলেকট্রনিক বাইকটি তৈরি হয়েছে ভারতেই। ওলা ইলেকট্রনিক স্কুটার, সিম্পল এনার্জি ওয়ান এভি, ই-বাইক গো, লঞ্চ হওয়ার পর আসছে এই স্কুটার।

1 / 7
তিন বছর অপেক্ষার পর তৈরি হল এই স্কুটার।

তিন বছর অপেক্ষার পর তৈরি হল এই স্কুটার।

2 / 7
ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনলজি পরীক্ষা করে ছাড়পত্র দিয়েছে এই স্কুটারকে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনলজি পরীক্ষা করে ছাড়পত্র দিয়েছে এই স্কুটারকে।

3 / 7
ভারতীয় রাস্তার জন্য উপযুক্ত এই বাইক। নাম দেওয়া হয়েছে রাগেড।

ভারতীয় রাস্তার জন্য উপযুক্ত এই বাইক। নাম দেওয়া হয়েছে রাগেড।

4 / 7
বলা হচ্ছে, এতে নাকি স্কুটার রাইডের আলাদা আনন্দ মিলবে।

বলা হচ্ছে, এতে নাকি স্কুটার রাইডের আলাদা আনন্দ মিলবে।

5 / 7
বাইকটি তৈরি করেছে মুম্বই শহরের একটা স্টার্টআপ কোম্পানি।

বাইকটি তৈরি করেছে মুম্বই শহরের একটা স্টার্টআপ কোম্পানি।

6 / 7
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এটি শক্তিশালী ও টেকসই স্কুটার।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এটি শক্তিশালী ও টেকসই স্কুটার।

7 / 7
আরও অনেক ফিচার্স আছে বাইকে। জানা যাবে লঞ্চের পরই।

আরও অনেক ফিচার্স আছে বাইকে। জানা যাবে লঞ্চের পরই।

Next Photo Gallery