Shubman Gill and Sara Tendulkar: প্রেমের সাগরে ভাসছেন! শুভমন ও সারার বিদ্যের দৌড় জানেন?
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Feb 27, 2023 | 10:27 AM
তাঁদের প্রেমের জল্পনা বহুদিনের। প্রেমের পর বিচ্ছেদের রটনাও রটেছে। কিন্তু রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মুখ খোলেননি ভারতীয় দলের ওপেনার শুভমন গিল এবং সচিন তেন্ডুলকরের মেয়ে সারা।
1 / 8
জল্পনার এই প্রেমিক-প্রেমিকার বিদ্যের দৌড় কত? কতদূর পড়াশোনা করেছেন সারা এবং শুভমন? পড়াশোনার দিক থেকে কে, কাকে টেক্কা দিয়েছেন? (ছবি:ইনস্টাগ্রাম)
2 / 8
১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর পঞ্জাবে শুভমন গিলের জন্ম হয় এক কৃষক পরিবারে। শুভমনের পূর্বপুরুষরা চাষ আবাদ করে সংসার চালিয়েছেন। সেই পরিবারের ছেলে জাতীয় দলের ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)
3 / 8
যদিও শুভমনের পড়াশোনায় কোনও খামতি রাখেনি গিল পরিবার। শুভমনের স্কুলজীবন কেটেছে মোহালির মানব মঙ্গল স্মার্ট স্কুলে। (ছবি:ইনস্টাগ্রাম)
4 / 8
খুব কম বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন শুভমন। তাই স্কুল পাশ করার পর পড়াশোনার দিকে তেমন মন দিতে পারেননি। শোনা যায়, ক্রিকেটের পাশাপাশি শুভমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। যদিও এর সত্যতা যাচাই হয়নি। (ছবি:ইনস্টাগ্রাম)
5 / 8
পড়াশোনার দিক থেকে শুভমনকে দশ গোল দিতে পারেন সারা তেন্ডুলকর। সারাকে বলা যেতে পারে বিউটি উইথ ব্রেন। (ছবি:ইনস্টাগ্রাম)
6 / 8
সারার স্কুলজীবন মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে।(ছবি:ইনস্টাগ্রাম)
7 / 8
এরপর লন্ডনে চলে যান সারা। সেখানেই স্নাতক হন। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা করেন। (ছবি:ইনস্টাগ্রাম)
8 / 8
সারার মা অঞ্জলিও একজন চিকিৎসক। ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানের দিন মেয়ের পাশে ছিলেন সচিন ও অঞ্জলি। (ছবি:ইনস্টাগ্রাম)