TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury
Sep 14, 2021 | 11:02 PM
জলপাইগুড়ি: সারাদিন জাতীয় সড়ক ও রেললাইনের পাশে দাপিয়ে বেড়াচ্ছে একদল হাতি! চোখের এমন খোলা হাতিদের দেখতে পেয়ে উপচে পড়ল আমজনতার ভিড়। একদিকে, বনকর্মীরা ব্যস্ত হাতি সামলাতে, তো অন্য়দিকে পুলিশ ব্যস্ত জনতার ঢল নিয়ন্ত্রণে! মঙ্গলবার, এমনই দৃশ্যের সাক্ষী থাকল বানারহাট।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে বানারহাট হিন্দি কলেজের পাশে প্রায় ১৫-২০ টি হাতির দল চলে আসে। ইতিউতি ঘোরাফেরা করে বিন্নাগুড়ি এবং বানারহাটের মাঝে এয়ারফিল্ড এলাকায় রাস্তার পাশে হালকা জঙ্গলে আশ্রয় নেয় তারা।
স্থানীয়রা খবর দেন বিন্নাগুড়ির ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। সত্ত্বর পদক্ষেপ করেব বনকর্মীরা। এদিকে, হাতি দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। ফলে ব্যাহত হয় যান চলাচল। ভিড় সামলাতে এসে পৌঁছয় বানারহাট পুলিশও।
যুবকের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাতির হানাতেই মৃত্যু হয়েছে ওই যুবেকের। তবে যেভাবে মুখ চোখ ফেটে গিয়েছে তাতে ময়নাতদন্তের জন্য় অপেক্ষা করতেই হবে। সোমবার মৃতদেহটির ময়নাতদন্ত হবে।
স্থানীয় পরিবেশ প্রেমী রমেশ মাহালী বলেন, ‘হাতির দলকে কখনই উত্যক্ত করা উচিত নয়। সংঘাতের ঘটনা ঘটতে পারে। দলটিতে শাবক থাকার জন্য গতি কিছুটা কম ছিল।’ গ্রামবাসী ফজলুল আলম বলেন, ‘রাতে হাতির বড়ো দল এসেছিল। হাতির দল ধান খেয়ে ফেলছে। পাশাপাশি প্রচুর ধান নষ্টও হচ্ছে। এবার ধান চাষ কম হয়েছে। গ্রামবাসীদের সমস্যাও বাড়ছে। বন্যপ্রাণ বিভাগ এলাকায় টহল বাড়ালে সকলেই উপকৃত হবেন। মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের দীপেন সুব্বা বলেন, "আমরা এলাকায় পৌঁছে নজরদারির রেখেছি। বাসিন্দাদের বোঝানো হচ্ছে। মাল থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।"
জলপাইগুড়ির ‘অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন’ সীমা চৌধুরী বলেন, ‘‘হাতির দলটি রেতি জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলের দিকে যাচ্ছিল। প্রায় ২০টি হাতির ওই দলে বেশ কয়েকটি শাবকও ছিল। সারা দিন বনকর্মী এবং বানারহাট থানার পুলিশ তাদের পাহারা দেয়। হাতিগুলিকে সন্ধ্যার পর জঙ্গলে ফেরানো হয়।’’