Emami East Bengal: ইস্টবেঙ্গল শিবিরে করোনা ধাক্কা

ইস্টবেঙ্গল (Emami East Bengal) শিবিরে কোভিড ধাক্কা। ডুরান্ড কাপের আগে পুরো দল পাননি ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ফলে প্রস্তুতিতে সমস্যায় পড়েছিলেন। ডুরান্ড কাপে গ্রুপ পর্বেই অভিযান শেষ ইস্টবেঙ্গলের। সব ফুটবলারকেই পেয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ। দ্রুতই আইএসএলের প্রস্তুতি শুরু করার চিন্তা-ভাবনা ছিল। কিন্তু বাধ সাধল কোভিড (COVID)।

| Edited By: | Updated on: Sep 06, 2022 | 12:38 AM
পুরো দল পেলেও এখনই আইএসএলের প্রস্তুতি শুরু করতে পারছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। (ছবি : টুইটার)

পুরো দল পেলেও এখনই আইএসএলের প্রস্তুতি শুরু করতে পারছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। (ছবি : টুইটার)

1 / 5
গত কয়েকদিন জ্বরে ভুগছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। তাঁর কোভিড টেস্ট করানো হয়। (ছবি : টুইটার)

গত কয়েকদিন জ্বরে ভুগছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। তাঁর কোভিড টেস্ট করানো হয়। (ছবি : টুইটার)

2 / 5
লাল-হলুদ হেড কোচের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে আইসোলেশনে থাকতে হবে। নেগেটিভ হওয়ার পরও অনেকটা দিন লাগবে মাঠে নেমে প্রস্তুতি করানোর মতো জায়গায় পৌঁছতে। (ছবি : টুইটার)

লাল-হলুদ হেড কোচের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে আইসোলেশনে থাকতে হবে। নেগেটিভ হওয়ার পরও অনেকটা দিন লাগবে মাঠে নেমে প্রস্তুতি করানোর মতো জায়গায় পৌঁছতে। (ছবি : টুইটার)

3 / 5
ঘরোয়া ফুটবলারদের পাশাপাশি সব বিদেশিই চলে এসেছেন। স্টিফেনের সুস্থ হয়ে ওঠা অবধি বিনো জর্জ (Bino George) দলকে অনুশীলন করাবেন। (ছবি : টুইটার)

ঘরোয়া ফুটবলারদের পাশাপাশি সব বিদেশিই চলে এসেছেন। স্টিফেনের সুস্থ হয়ে ওঠা অবধি বিনো জর্জ (Bino George) দলকে অনুশীলন করাবেন। (ছবি : টুইটার)

4 / 5
অক্টোবরের ৭ তারিখ শুরু হচ্ছে আইএসএল। এবার আর দর্শকশূন্য মাঠে নয়। কোচিতে আইএসএলের প্রথম ম্যাচেই মুখোমুখি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স। (ছবি : টুইটার)

অক্টোবরের ৭ তারিখ শুরু হচ্ছে আইএসএল। এবার আর দর্শকশূন্য মাঠে নয়। কোচিতে আইএসএলের প্রথম ম্যাচেই মুখোমুখি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: