TV9 Bangla Digital | Edited By: megha
Nov 19, 2021 | 5:42 PM
মণিপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল ইম্ফল। এখানের প্রাকৃতিক পরিবেশ যে কোনও ভ্রমণ প্রেমীর মন ছুঁতে বাধ্য।
মণিপুরের পর্যটন স্থানগুলোর মধ্যে উখরুল একটি সুন্দর জায়গা। আপনি যদি শান্তির সন্ধানে থাকেন তাহলে অবশ্যই একবার উখরুল ঘুরে আসুন।
চুরাচাঁদপুর মণিপুরের অন্যতম জনপ্রিয় জায়গা। যদিও এই জায়গাটি আদিবাসীদের জন্য পরিচিত, কিন্তু এখানে যেভাবে উন্নয়ন হচ্ছে, তা পর্যটকদের বেশ আকর্ষণ করে।
চান্দেল মণিপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চান্দেল তার সৌন্দর্যের পাশাপাশি সংস্কৃতির জন্যও বিখ্যাত। এখানে আসা পর্যটকরা চান্দেলের সাংস্কৃতিক নাচ ও গানকে খুব পছন্দ করে।
মণিপুরের দার্শনিক স্থানগুলির মধ্যে একটি হল থৌবল। এখানে আপনি ট্রেকিংও করতে পারেন। এছাড়াও এখানে অনেক সুন্দর মন্দির রয়েছে।