মেয়েদের ইউরো কাপের ম্যাচে সেন্ট মেরি স্টেডিয়ামে নর্দান আয়ারল্যান্ডের (Northern Ireland) বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতল ইংল্যান্ডের (England) মেয়েরা। এ বার কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখে নামবে ইংল্যান্ড। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)
ম্যাচের ৪০ মিনিটের মধ্যে কোনও গোল হয়নি। এরপর ইংল্যান্ডের ফ্রান কিরবি (Fran Kirby) প্রথম বল জালে জড়ান। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)
তার ঠিক ৪ মিনিট পরই, ৪৪ মিনিটের মাথা বেথ মিড (Beth Mead) ইংল্যান্ডকে ২-০ এগিয়ে দেয়। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিট ও ৫৩ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন অ্যালেসিয়া রুশো (Alessia Russo)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)
ম্যাচের ৭৬ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন নর্দান আয়ারল্যান্ডের কেলসি বুরোজ (Kelsie Burrows)। এই নিয়ে পরপর তিন ম্যাচে দাপটের সঙ্গে জিতল ইংল্যান্ডের মেয়েরা। উল্লেখ্য, প্রথম ম্যাচে অস্ট্রিয়াকে ১ গোলে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে নরওয়েকে ৮ গোলের মালা পরিয়েছিল ইংল্যান্ডের মেয়েরা। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)