TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Oct 15, 2022 | 8:23 AM
গ্রিসের সান্তোরিনির সৌন্দর্যে মজে গেলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার সারা গ্লেন। বয়ফ্রেন্ড জর্ডন সার্জেন্টের সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন সারা।(ছবি:ইনস্টাগ্রাম)
নীল জল, আসমানি আকাশ ও চারপাশের শ্বেতশুভ্র রঙের সঙ্গে তাল মিলিয়ে সাদা পোশাক পরেছেন সারা। একঢাল সোনালি চুল খোলা। চোখে মানানসই চশমা।(ছবি:ইনস্টাগ্রাম)
মেয়েদের টি-২০ ব়্যাঙ্কিংয়ে সারা এখন বিশ্বের দ্বিতীয় বোলার। গত মাসে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে একাই চার উইকেট তুলে নেন এই লেগ স্পিনার।(ছবি:ইনস্টাগ্রাম)
সারা একসময় হকি খেলতেন। ২০১৭ সালে ভারত-ইংল্যান্ডের ম্যাচ দেখে বেজায় ভালো লাগে। হকি ছেড়ে ক্রিকেটে মনোনিবেশ করেন। ডার্বিশায়ারে সিমার হিসেবে খেলা শুরু করেছিলেন সারা। পরবর্তীতে তিনি লেগস্পিন বেছে নেন প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে দেখে।(ছবি:ইনস্টাগ্রাম)
২৩ বছরের সারা মাঠ ছাড়াও তার বাইরে অনুরাগীদের আচ্ছন্ন করে রেখেছেন নিজের গ্ল্যাম অবতারের জন্য। ইনস্ট্রাগ্রামে প্রচুর ফলোয়ার্স সারার। তাঁদের সঙ্গে প্রায়ই গ্ল্যামারাস ছবি ভাগ করে নেন। (ছবি:ইনস্টাগ্রাম)