Malaika Arora: বয়স বাড়ছে না মালাইকার, ময়ূরের মতো পেখম মেলে এগিয়ে এলেন সুন্দরী…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 15, 2022 | 8:00 AM

Ramp Walk: মালাইকা আরোরা খানের বয়স বাড়ছে না। কমছে। ক্রমে সুইট সিক্সটিনে পৌঁছে যাচ্ছেন তিনি। প্রমাণ তাঁর এই ছবিগুলিই।

1 / 6
মালাইকা আরোরা খানের বয়স বাড়ছে না। কমছে। ক্রমে সুইট সিক্সটিনে পৌঁছে যাচ্ছেন তিনি। প্রমাণ তাঁর এই ছবিগুলিই।

মালাইকা আরোরা খানের বয়স বাড়ছে না। কমছে। ক্রমে সুইট সিক্সটিনে পৌঁছে যাচ্ছেন তিনি। প্রমাণ তাঁর এই ছবিগুলিই।

2 / 6
সম্প্রতি একটি জনপ্রিয় প্রসাধনী সামগ্রীর ফ্যাশন উইকে ব়্যাম্পে হেঁটেছেন মালাইকা। তাঁকে দেখতে লাগছিল একটি ময়ূরের মতো।

সম্প্রতি একটি জনপ্রিয় প্রসাধনী সামগ্রীর ফ্যাশন উইকে ব়্যাম্পে হেঁটেছেন মালাইকা। তাঁকে দেখতে লাগছিল একটি ময়ূরের মতো।

3 / 6
ময়ূরের শরীরের রঙের একটি পোশাক পরেছিলেন মালাইরা। ব়্যাম্পে যখন হাঁটছিলেন মনে হচ্ছিল একটি ময়ূর পেখম মেলে এগিয়ে আসছে।

ময়ূরের শরীরের রঙের একটি পোশাক পরেছিলেন মালাইরা। ব়্যাম্পে যখন হাঁটছিলেন মনে হচ্ছিল একটি ময়ূর পেখম মেলে এগিয়ে আসছে।

4 / 6
মালাইকার এই লুক দেখে ফ্যাশন উইকে সকলেই মুগ্ধ হয়েছেন। সকলেই ভাবছেন তাঁর প্রেমিক অর্জুন কাপুর কতখানি সৌভাগ্যবান।

মালাইকার এই লুক দেখে ফ্যাশন উইকে সকলেই মুগ্ধ হয়েছেন। সকলেই ভাবছেন তাঁর প্রেমিক অর্জুন কাপুর কতখানি সৌভাগ্যবান।

5 / 6
চলন্ত ট্রেনে এইভাবে আইটেমডান্স আগে কখনও হয়নি। সুরক্ষার যথেষ্ট ব্যবস্থা থাকলেও শাহরুখ খান চাননি যে মালাইকা চলন্ত ট্রেনে উটে নাচুক। তিনি জানিয়েছিলেন তাঁকে যেন স্থির ট্রেনেই নাচতে বলা হয়।

চলন্ত ট্রেনে এইভাবে আইটেমডান্স আগে কখনও হয়নি। সুরক্ষার যথেষ্ট ব্যবস্থা থাকলেও শাহরুখ খান চাননি যে মালাইকা চলন্ত ট্রেনে উটে নাচুক। তিনি জানিয়েছিলেন তাঁকে যেন স্থির ট্রেনেই নাচতে বলা হয়।

6 / 6
মালাইকার বিয়ে হয়েছিল সলমন খানের ভাই আরবাজ় খানের সঙ্গে। সেই সময় নিজের নামের সঙ্গে খান পদবী ব্যবহার করতেন মালাইকা। তাঁদের বিচ্ছেদের পর মালাইকা এখন কেবলই আরোরা।

মালাইকার বিয়ে হয়েছিল সলমন খানের ভাই আরবাজ় খানের সঙ্গে। সেই সময় নিজের নামের সঙ্গে খান পদবী ব্যবহার করতেন মালাইকা। তাঁদের বিচ্ছেদের পর মালাইকা এখন কেবলই আরোরা।

Next Photo Gallery