Beth Mead: ক্যান্সারের কাছে হেরেছেন মা, আবেগঘন পোস্ট ইংল্যান্ডের তারকা ফুটবলারের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 14, 2023 | 7:08 PM
Ovarian Cancer: ডিম্বাশয়ের ক্যান্সারের কেড়ে নিল ইংল্যান্ডের মহিলা দলের তারকা ফুটবলার বেথ মিডের (Beth Mead) মাকে। সম্প্রতি বেথ নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন।
1 / 8
ইংল্যান্ডের ইউরো কাপজয়ী মহিলা দলের ফুটবলার বেথ মিড (Beth Mead) সদ্য মাকে হারিয়েছেন। ডিম্বাশয়ের ক্যান্সার কেড়ে নিয়েছে বেথের মাকে। (ছবি-বেথ মিড ইন্সটাগ্রাম)
2 / 8
ইংল্যান্ডের মহিলা দলের ফুটবলার বেথের মা জুন মিডের ডিম্বাশয়ের ক্যান্সারের চিকিৎসা চলছিল ২০২১ সাল থেকে। (ছবি-বেথ মিড ইন্সটাগ্রাম)
3 / 8
সব সময় বেথের মা হাসি খুশি থাকতেন। তাঁর মৃত্যুতে বেথ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন। (ছবি-বেথ মিড ইন্সটাগ্রাম)
4 / 8
মেয়েদের ইউরো কাপে কাপের ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া বেথ জানান, ৭ জানুয়ারি তাঁকে ও তাঁর ভাই এবং তাঁর বাবাকে ফেলে রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তাঁর মা। (ছবি-বেথ মিড ইন্সটাগ্রাম)
5 / 8
মৃত্যুর আগে বেথের মা জুন তাঁর সঙ্গে এবং তাঁর ভাই ও বাবার সঙ্গে সময় কাটিয়েছিলেন। বেথ জানান, তাঁর মা শান্তিতেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। (ছবি-বেথ মিড ইন্সটাগ্রাম)
6 / 8
বেথ মনের অবস্থা প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "ভালোবাসা তোমাকে রক্ষা করতে পারলে, তুমি চিরকাল বেঁচে থাকতে। আমার খুব কষ্ট হচ্ছে, যে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছ। আমরা একসঙ্গে থাকার সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমরা তোমাকে খুব ভালোবাসি। চিরকাল বাসব। শান্তিতে থেকো মা।" (ছবি-বেথ মিড ইন্সটাগ্রাম)
7 / 8
বেথ পুরো কেরিয়ার জুড়ে সব সময় মাকে পাশে পেয়েছেন। জুন সব সময় বেথকে উদ্ধুদ্ধ করতেন। (ছবি-বেথ মিড ইন্সটাগ্রাম)
8 / 8
মহিলাদের হওয়া একাধিক রোগের মধ্যে অন্যতম গুরুতর এবং সবচেয়ে ক্ষতিকারক রোগ হল ডিম্বাশয়ের ক্যান্সার অর্থাৎ ওভারিয়ান ক্যান্সার (Ovarian Caner)। উল্লেখ্য, মহিলাদের প্রজনন অঙ্গ ডিম্বাশয়ে এই ক্যান্সার হয়। যার লক্ষণগুলি অনেকে সহজে বুঝে উঠতে পারেন না। যে কারণে পরবর্তীকালে তা মারাত্মক আকার ধারণ করে। (ছবি-বেথ মিড ইন্সটাগ্রাম)