Bollywood Controversy: যৌনদৃশ্যে অভিনয় করতে গিয়ে ‘বেসামাল’, শুটিং সেটেই হুঁশ হারিয়েছেন যে সব তারকা…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 16, 2023 | 2:03 PM

Bollywood Gossip: সবটাই সেলেবদের ভীষণ স্বস্তিকর পরিবারে তৈরি করেই করা হয়। যাতে কারও কোনও সমস্যা না হয়। তবে এমন অনেক ক্ষেত্রেই ঘটে গিয়েছে, যখন শুটিং করতে গিয়ে নিজেরাই অস্বস্তিতে পরে গিয়েছেন।

1 / 8
শুটিং সেটে চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী সেলেবদের বহুবার ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। সবটাই সেলেবদের ভীষণ স্বস্তিকর পরিবারে তৈরি করেই করা হয়। যাতে কারও কোনও সমস্যা না হয়। তবে এমন অনেক ক্ষেত্রেই ঘটে গিয়েছে, যখন শুটিং করতে গিয়ে নিজেরাই অস্বস্তিতে পরে গিয়েছেন।

শুটিং সেটে চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী সেলেবদের বহুবার ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। সবটাই সেলেবদের ভীষণ স্বস্তিকর পরিবারে তৈরি করেই করা হয়। যাতে কারও কোনও সমস্যা না হয়। তবে এমন অনেক ক্ষেত্রেই ঘটে গিয়েছে, যখন শুটিং করতে গিয়ে নিজেরাই অস্বস্তিতে পরে গিয়েছেন।

2 / 8
সিদ্ধার্থ মালহোত্রা- এ জেন্টালম্যান ছবিতে জ্যাকলিন ফার্ণান্ডেজের সঙ্গে গভীর চুম্বনের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। শোনা যায় সেই পরিচালক কাট বলার পরও চলতে থাকে সেই চুম্বন।

সিদ্ধার্থ মালহোত্রা- এ জেন্টালম্যান ছবিতে জ্যাকলিন ফার্ণান্ডেজের সঙ্গে গভীর চুম্বনের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। শোনা যায় সেই পরিচালক কাট বলার পরও চলতে থাকে সেই চুম্বন।

3 / 8
নার্গিস ফাকিরি- নার্গিসের সঙ্গে ইমরান হাসমির এক চুম্বনের দৃশ্যই বলিউডে বেশ চর্চিত। যেখানে শোনা যায় যে তাঁরাও কাট বলার পরও চুমুর দৃশ্য চালিয়ে যান।

নার্গিস ফাকিরি- নার্গিসের সঙ্গে ইমরান হাসমির এক চুম্বনের দৃশ্যই বলিউডে বেশ চর্চিত। যেখানে শোনা যায় যে তাঁরাও কাট বলার পরও চুমুর দৃশ্য চালিয়ে যান।

4 / 8
কঙ্গনা রানাওয়াত- বীর দাসের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের একটি চুমুর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শোনা যায় সেখানও অপ্রস্তুতে পড়ে গিয়েছিলেন এই জুটি।

কঙ্গনা রানাওয়াত- বীর দাসের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের একটি চুমুর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শোনা যায় সেখানও অপ্রস্তুতে পড়ে গিয়েছিলেন এই জুটি।

5 / 8
রণবীর কাপুর- বলিউডে একটা সময় ক্যাসানোভা বলেই পরিচিত ছিলেন তিনি। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে রণবীর কাপুরও ইভনিল শর্মার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে যান।

রণবীর কাপুর- বলিউডে একটা সময় ক্যাসানোভা বলেই পরিচিত ছিলেন তিনি। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে রণবীর কাপুরও ইভনিল শর্মার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে যান।

6 / 8
টাইগার শ্রফ- এ ফ্লাইং জেট ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে লিপ কল দৃশ্য বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে।

টাইগার শ্রফ- এ ফ্লাইং জেট ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে লিপ কল দৃশ্য বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে।

7 / 8
বিনোদ খান্না- বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিতের ঘনিষ্ঠ দৃশ্য দয়াভান ছবি থেকে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে শোনা যায় বিনোদ খান্না প্রায় কামড়ই বসিয়ে দিয়েছিলেন মাধুরীর ঠোঁটে।

বিনোদ খান্না- বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিতের ঘনিষ্ঠ দৃশ্য দয়াভান ছবি থেকে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে শোনা যায় বিনোদ খান্না প্রায় কামড়ই বসিয়ে দিয়েছিলেন মাধুরীর ঠোঁটে।

8 / 8
রঞ্জিত- অধিকাংশ ৯০ দশকের ছবিতেই যাঁকে দেখা গিয়েছিল ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে, তিনিই একবার মাধুরীর সঙ্গে এই একই দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁকে জোর করে ফেলেন। শোনা যায় পরবর্তীতে মাধুরী তাঁকে গায়ে হাত দিতে মানা করে দিয়েছিলেন।

রঞ্জিত- অধিকাংশ ৯০ দশকের ছবিতেই যাঁকে দেখা গিয়েছিল ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে, তিনিই একবার মাধুরীর সঙ্গে এই একই দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁকে জোর করে ফেলেন। শোনা যায় পরবর্তীতে মাধুরী তাঁকে গায়ে হাত দিতে মানা করে দিয়েছিলেন।

Next Photo Gallery