Amitabh Bachchan: ৫০ বছর ধরে একই উত্তেজনা, অমিতাভের টিকে থাকার রহস্য কী?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 30, 2023 | 12:53 PM

Amitabh Bachchan Secret: কত সুপারস্টার রাতারাতি জনপ্রিয় হয়ে মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে। কিন্তু অমিতাভ বচ্চন যেমনটা ছিলেন, আজও ঠিক তেমনটাই রয়ে গিয়েছে। অমিতাভ বচ্চনের এই টিকে থাকার রহস্যটা কি? একবার অমিতাভ বচ্চন নিজেই বলেছিলেন 'এর উত্তর দেওয়া মোটেও সহজ নয়।'

1 / 8
দীর্ঘ ৫০ বছরের কেরিয়ারে একই উন্মাদনা, একই ভালবাসা, একই ভাললাগা প্রতিটা প্রজন্ম দিয়ে চলেছেন অমিতাভ বচ্চনকে। এই ৫০ বছরে কত অভিনেতা এলেন কত অভিনেতা হারিয়েও গেলেন।

দীর্ঘ ৫০ বছরের কেরিয়ারে একই উন্মাদনা, একই ভালবাসা, একই ভাললাগা প্রতিটা প্রজন্ম দিয়ে চলেছেন অমিতাভ বচ্চনকে। এই ৫০ বছরে কত অভিনেতা এলেন কত অভিনেতা হারিয়েও গেলেন।

2 / 8
 কত সুপারস্টার রাতারাতি জনপ্রিয় হয়ে মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে। কিন্তু অমিতাভ বচ্চন যেমনটা ছিলেন, আজও ঠিক তেমনটাই রয়ে গিয়েছে। অমিতাভ বচ্চনের এই টিকে থাকার রহস্যটা কি?

কত সুপারস্টার রাতারাতি জনপ্রিয় হয়ে মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে। কিন্তু অমিতাভ বচ্চন যেমনটা ছিলেন, আজও ঠিক তেমনটাই রয়ে গিয়েছে। অমিতাভ বচ্চনের এই টিকে থাকার রহস্যটা কি?

3 / 8
একবার অমিতাভ বচ্চন নিজেই বলেছিলেন এর উত্তর দেওয়া মোটেও সহজ নয়। অমিতাভ বচ্চনের কথায়, যদি নিজেকে আপনি পেশাদার বলে থাকেন, এবং যে পেশাতেই থাকুন না কেন তাকে গুরুত্ব দিতে হবে।

একবার অমিতাভ বচ্চন নিজেই বলেছিলেন এর উত্তর দেওয়া মোটেও সহজ নয়। অমিতাভ বচ্চনের কথায়, যদি নিজেকে আপনি পেশাদার বলে থাকেন, এবং যে পেশাতেই থাকুন না কেন তাকে গুরুত্ব দিতে হবে।

4 / 8
যখন আপনি একটা চুক্তি স্বাক্ষর করে ফেলছেন, আপনি পেশাগত দিক থেকে মেনে নিচ্ছেন, যে আপনাকে যা করতে বলা হবে, আপনি তাই করবেন। যাই লেখা আছে, পরিচালক যা বলছেন, সবটাই।

যখন আপনি একটা চুক্তি স্বাক্ষর করে ফেলছেন, আপনি পেশাগত দিক থেকে মেনে নিচ্ছেন, যে আপনাকে যা করতে বলা হবে, আপনি তাই করবেন। যাই লেখা আছে, পরিচালক যা বলছেন, সবটাই।

5 / 8
শুধু করা নয়, নিজের সমস্ত দক্ষতা উজার করে দিয়ে তা ফুটিয়ে তুলতে হবে। তাই আমায় যখন কেউ জিজ্ঞেস করে, আমি কীভাবে পারি, আমি এর সঠিক উত্তর দিয়ে উঠতে পারি না।

শুধু করা নয়, নিজের সমস্ত দক্ষতা উজার করে দিয়ে তা ফুটিয়ে তুলতে হবে। তাই আমায় যখন কেউ জিজ্ঞেস করে, আমি কীভাবে পারি, আমি এর সঠিক উত্তর দিয়ে উঠতে পারি না।

6 / 8
আমায় চরিত্র বলে দিন, কীভাবে করতে হবে বলে দিন, আপনি পরিচালনা করুন, ক্যামেরাকে একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন, কিছু শর্ট নিন, সবটাই তো কাগজে এভাবেই গুছিয়ে লেখা। স্পষ্ট জানিয়ে দেন বচ্চন।

আমায় চরিত্র বলে দিন, কীভাবে করতে হবে বলে দিন, আপনি পরিচালনা করুন, ক্যামেরাকে একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন, কিছু শর্ট নিন, সবটাই তো কাগজে এভাবেই গুছিয়ে লেখা। স্পষ্ট জানিয়ে দেন বচ্চন।

7 / 8
অমিতাভ বচ্চনের প্রতিটা কাজ দর্শক মহলে বারবার প্রশংসিত, আজও তাঁর ছবি মানেই দর্শকদের মনে আলাদা উত্তেজনা।

অমিতাভ বচ্চনের প্রতিটা কাজ দর্শক মহলে বারবার প্রশংসিত, আজও তাঁর ছবি মানেই দর্শকদের মনে আলাদা উত্তেজনা।

8 / 8
অমিতাভ বচ্চন প্রতিটা পদে পদে নিজেকে আজজও প্রমাণ করে চলেছেন। ঠাণ্ডায় পাহাড় কোলে হোক কিংবা রাত জেগে শুটিং, কোনওটাতেই না নেই তাঁর।

অমিতাভ বচ্চন প্রতিটা পদে পদে নিজেকে আজজও প্রমাণ করে চলেছেন। ঠাণ্ডায় পাহাড় কোলে হোক কিংবা রাত জেগে শুটিং, কোনওটাতেই না নেই তাঁর।

Next Photo Gallery