Arjun-Malaika Breakup: বিচ্ছেদ জল্পনায় চুপ কেন? উত্তর দিলেন মালাইকা প্রেমিক অর্জুন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 15, 2023 | 8:00 PM
Malaika-Arjun Relation: মালাইকা আরোরা এক দিকে যেমন বলেই চলেছেন, তিনি বিয়ের জন্য প্রস্তুত, তিনি বিয়ে করতে রাজি, সন্তান নিতেও চান, তখন কোথায় অর্জুন কাপুর? এই প্রসঙ্গে যতই জল্পনা কিংবা গুজব ছড়িয়ে পড়ুক না কেন, তিনি মুখে কুলুপ এঁটে বসে ছিলেন।
1 / 8
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত গসিপ হল মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তাঁরা নাকি আলাদা থাকছেন।
2 / 8
মালাইকা আরোরা এক দিকে যেমন বলেই চলেছেন, তিনি বিয়ের জন্য প্রস্তুত, তিনি বিয়ে করতে রাজি, সন্তান নিতেও চান, তখন কোথায় অর্জুন কাপুর?
3 / 8
এই প্রসঙ্গে যতই জল্পনা কিংবা গুজব ছড়িয়ে পড়ুক না কেন, তিনি মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। কিন্তু কেন, তবে কি বিচ্ছেদের জল্পনাই সত্যি?
4 / 8
কারণ কিছুদিন ধরে তাঁদের মাখোমাখো পোস্টে বেশ ঘাটতি দেখা গিয়েছে, তাঁদের হলিডে ট্রিপ কিংবা একসঙ্গে নিশিঠেকে আড্ডার আসর কোথায়?
5 / 8
এবার কফি উইথ করণ শোয়ে এসে সবটাই খোলসা করে দিলেন অর্জুন কাপুর। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ইচ্ছে করেই কোনও মন্তব্য করেননি।
6 / 8
একটা সময় ছিল যখন অর্জুন কাপুর এই ধরনের গসিপে নজর দিতেন, প্রয়োজনে উত্তরও দিতেন। কিন্তু এখন ইচ্ছে করেই নিজেকে সরিয়ে রেখেছেন।
7 / 8
তিনি মনে করেন, কিছু মানুষ ইচ্ছে করে অন্যের নজর কাড়তে এমনটা ঘটিয়ে থাকেন। তাই তিনি তাঁদের জেনে বুঝে উত্তর দেন না। যা তাঁর ব্যক্তিগত, তিনি নিজের মধ্যেই রাখেন।
8 / 8
অর্জুন কাপুরের কথায় তিনি বিয়ে করছেন কি না, কাউকে ঠকাচ্ছেন কি না, এই ধরনের কোনও প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে প্রমাণ করার আলাদা করে প্রয়োজন নেই।