পর্দায় বিতর্কিত শিব চরিত্র, রাতারাতি কটাক্ষের শিকার যে সকল ছবি
Controversial Film On Shiva: ভগবানের চরিত্রে মজা-ঠাট্টা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, আর পর্দায় এমনই কিছু চরিত্র দেখে তাই একশ্রেণি প্রতিবাদে সরব হতেও পিছপা হন না। তেমনই এক ঈশ্বর চরিত্র শিব। যাঁকে পর্দায় বেশ কয়েকবার এমনভাবে উপস্থাপনা করা হয়েছে, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ছবি নির্মাতাদের।
1 / 8
ছবির চিত্রনাট্যের স্বার্থে এমন অনেক সময় চরিত্র লিখে ফেলা যায় যা নিয়ে পরবর্তীতে চর্চা ওঠে তুঙ্গে। অধিকাংশ ক্ষেত্রেই যেখানে ঈশ্বর যোগই চোখে পড়ে বেশি। ভগবানের চরিত্রে মজা-ঠাট্টা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, আর পর্দায় এমনই কিছু চরিত্র দেখে তাই একশ্রেণি প্রতিবাদে সরব হতেও পিছপা হন না।
2 / 8
তেমনই এক ঈশ্বর চরিত্র শিব। যাঁকে পর্দায় বেশ কয়েকবার এমনভাবে উপস্থাপনা করা হয়েছে, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ছবি নির্মাতাদের। দেখে নেওয়া যাক, তেমনই কিছু ছবির তালিকা।
3 / 8
পি.কে (২০১৪)-- এই ছবির বেশ কয়েকটি দৃশ্য বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। তবে একটি দৃশ্যে দেখানো হয় আমির খান এক বহুরূপী শিবতে তাড়া করেছেন। যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন সাধারণ মানুষ। লিখিত অভিযোগ দায়ের হয়।
4 / 8
ব্রহ্মচারী (১৯৯২)- এটি একটি তামিল ছবি। যেখানে শিবঠাকুরের চরিত্রকে পর্দায় হাস্যকৌতুক এক চরিত্র হিসেবেই উপস্থাপনা করা হয়। যা নিয়ে দর্শক মহলে বিতর্কের ঝড় ওঠে রাতারাতি।
5 / 8
মাহা রায়ুডু (১৯৯৪)- এটি একটি তেলুগু ছবি। এই ছবির বেশ কিছু মজার সংলাপ শিব ঠাকুরের চরিত্রের মুখে বসিয়ে দেওয়া হয়। যা নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। যদিও কোনও অভিযোগ দায়ের হয়নি এক্ষেত্রে।
6 / 8
রূত্রা তান্ডভম (১৯৭৮)- এটিও একটি দক্ষিণী ছবি। যেখানে শিবকে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু মজার সংলাপ বলতে দেখা যায়। তবে তা অধিকাংশই রাজনীতির সঙ্গে যুক্ত। যা নিয়ে বিতর্ক ওঠে তুঙ্গে।
7 / 8
আপাধানধাভুদু (১৯৯২)- এই ছবিতে ছিলেন চিরঞ্জীবী। তিনিই শিবের চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে তাঁকে বাইক চালাতে দেখা যায়, ডন লুকে শিবকে এখানে উপস্থাপনা করায়, বিতর্কের মুখে পড়তে হয়েছিল ছবিকে।
8 / 8
এরাদানেসালা (২০১৭)- এখানে ভগবান শিবকে এক সাধারণ মানুষের জীবন যাপন করতে দেখা যায়। যদিও খারাপ চরিত্র হিসেবে তা উপস্থাপনা করা হয়নি। তবে তাঁর ইংরেজি বলার চেষ্টা, বিভিন্ন চরিত্রের সমস্যায় বিতর্কের সৃষ্টি করেছিল।