AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sridevi: কীসের গন্ধে আজও বাড়িতে টের পাওয়া যায় শ্রীদেবীর অস্তিত্ব? দেখুন অন্দরমহল

Sridevi: মা শ্রীদেবী মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। মেয়ে জাহ্নবীর ডেবিউ ছবি দেখে যেতে পারেননি তিনি। এখন মেয়ে সফল অভিনেত্রী।

| Edited By: | Updated on: Dec 03, 2023 | 5:33 PM
Share
 মা শ্রীদেবী মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। মেয়ে জাহ্নবীর ডেবিউ ছবি দেখে যেতে পারেননি তিনি। এখন মেয়ে সফল অভিনেত্রী।

মা শ্রীদেবী মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। মেয়ে জাহ্নবীর ডেবিউ ছবি দেখে যেতে পারেননি তিনি। এখন মেয়ে সফল অভিনেত্রী।

1 / 8
মা নেই, মনের মধ্যে আজও কষ্ট আঁকড়ে বাঁচেন জাহ্নবী। মুম্বইয়ের বিলাসবহুল বাড়িতে বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন তিনি।

মা নেই, মনের মধ্যে আজও কষ্ট আঁকড়ে বাঁচেন জাহ্নবী। মুম্বইয়ের বিলাসবহুল বাড়িতে বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন তিনি।

2 / 8
সম্প্রতি নিজের বাড়ির অন্দরমহল কেমন তাই ঘুরে দেখালেন জাহ্নবী ও তাঁর বাবা বনি। সারা বাড়িতে সাদার ছোঁয়া। বাড়ি জুড়ে বেল ফুলের গন্ধ।

সম্প্রতি নিজের বাড়ির অন্দরমহল কেমন তাই ঘুরে দেখালেন জাহ্নবী ও তাঁর বাবা বনি। সারা বাড়িতে সাদার ছোঁয়া। বাড়ি জুড়ে বেল ফুলের গন্ধ।

3 / 8
আর এই গন্ধেই মায়ের অস্তিত্ব আজও টের পান জাহ্নবীরা। তবে অদ্ভুত ব্যাপার হল শ্রীদেবীর মৃত্যুর পরেই এই নতুন বাড়িতে এসেছেন জাহ্নবীরা।

আর এই গন্ধেই মায়ের অস্তিত্ব আজও টের পান জাহ্নবীরা। তবে অদ্ভুত ব্যাপার হল শ্রীদেবীর মৃত্যুর পরেই এই নতুন বাড়িতে এসেছেন জাহ্নবীরা।

4 / 8
তাঁর কথায়, "এই বাড়িটা আমাদের নতুন ভাবে সব কিছু শুরু করতে সাহায্য করেছে। মা কখনও এই বাড়িতে আসেনি। তবে আমার মনে হয় তাঁর এনার্জি এই বাড়ির প্রত্যেকটা কোণায় রয়েছে।"

তাঁর কথায়, "এই বাড়িটা আমাদের নতুন ভাবে সব কিছু শুরু করতে সাহায্য করেছে। মা কখনও এই বাড়িতে আসেনি। তবে আমার মনে হয় তাঁর এনার্জি এই বাড়ির প্রত্যেকটা কোণায় রয়েছে।"

5 / 8
একই জিনিস মনে হয় বনি কাপুরেরও। স্ত্রী যেন না থেকেও আছেন এই বাড়ির প্রতিটা কোনায়। তাঁর কথায়, "আমারও মনে হয় এই বাড়ির আশেপাশেই শ্রী রয়েছে।"

একই জিনিস মনে হয় বনি কাপুরেরও। স্ত্রী যেন না থেকেও আছেন এই বাড়ির প্রতিটা কোনায়। তাঁর কথায়, "আমারও মনে হয় এই বাড়ির আশেপাশেই শ্রী রয়েছে।"

6 / 8
আগের বাড়িতে সন্ধে বেলায় আড্ডা জমত তাঁদের। দুই মেয়ে বাবা-মা বসে গল্প করতেন অনেকক্ষণ। ২০১৮-র পর থেকে আর তা হয়নি।

আগের বাড়িতে সন্ধে বেলায় আড্ডা জমত তাঁদের। দুই মেয়ে বাবা-মা বসে গল্প করতেন অনেকক্ষণ। ২০১৮-র পর থেকে আর তা হয়নি।

7 / 8
 তবে সময় তো থেমে থাকে না। বহমানতাই জীবন। মায়ের ছবি, ফুলের গন্ধ, ব্যবহৃত পোশাক নিয়ে আঁকড়ে বাঁচেন দুই মেয়ে। রাত বাড়লে স্ত্রীর শোকে বনির মনও হয় দ্রব। (Photo: Asian Paints/YouTube)

তবে সময় তো থেমে থাকে না। বহমানতাই জীবন। মায়ের ছবি, ফুলের গন্ধ, ব্যবহৃত পোশাক নিয়ে আঁকড়ে বাঁচেন দুই মেয়ে। রাত বাড়লে স্ত্রীর শোকে বনির মনও হয় দ্রব। (Photo: Asian Paints/YouTube)

8 / 8