Kangana Ranaut: একের পর এক ফ্লপ, তবুও কঙ্গনার সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন
Kangana Net Worth: কঙ্গনা রানওয়াত তবুও মাটি ছাড়তে নারাজ। নিজের সবটা বাজি রেখে বানিয়েছেন ইমার্জেন্সি। এই ছবি যদি বক্স অফিসে না চলে তবে তিনি নাকি দেউলিয়া হয়ে যাবেন বলেই জানান। সদ্য মুক্তি পাওয়া ছবি তেজাস নিয়ে বেজায় চিন্তার ভাঁজ তাঁর কপালে। 'তেজাস' ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি। কঙ্গনা অনুরোধ করেছেন সকলের উদ্দেশে যেন এই ছবিটা দর্শকেরা দেখেন।