Aishwarya Beauty Secret: ৫০-এর উপচে পড়া গ্ল্যামার, ঐশ্বর্যের সৌন্দর্যের রহস্য লুকিয়ে আপনার রান্নাঘরে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 01, 2023 | 2:15 PM

Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য বরাবরই খুব একটা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারে বিশ্বাসই ছিলেন না। কেমিক্যাল থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টাই করেন তিনি। ঘরোয়া টোটকাতেই নিজেকে সুন্দর রাখতে পছন্দ করেন ঐশ্বর্য। তাঁর বিউটি টিপসে যা যা থাকে, তার অধিকাংশই সাধারণের ঘরে মজুত।

1 / 8
তবে তাঁর সৌন্দর্যের পূজারী সকলেই। প্রতিটা ভক্তই বারবার তাঁর রূপ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেন আজও। তাই একশ্রেণি অনুরোধ করতেও ভুললেন না, যে তিনি যেন এভাবে নিজের রূপ নষ্ট না করেন।

তবে তাঁর সৌন্দর্যের পূজারী সকলেই। প্রতিটা ভক্তই বারবার তাঁর রূপ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেন আজও। তাই একশ্রেণি অনুরোধ করতেও ভুললেন না, যে তিনি যেন এভাবে নিজের রূপ নষ্ট না করেন।

2 / 8
এই খবর পড়ে অনেকের মনে হতে পারে যে এই দুই স্টারের মাঝে থাকলে সবটা ঠিকই রয়েছে। কিন্তু প্রকাশ্যে আসা ভিডিয়ো সে ইঙ্গিত করল না মোটেও।

এই খবর পড়ে অনেকের মনে হতে পারে যে এই দুই স্টারের মাঝে থাকলে সবটা ঠিকই রয়েছে। কিন্তু প্রকাশ্যে আসা ভিডিয়ো সে ইঙ্গিত করল না মোটেও।

3 / 8
ঐশ্বর্য বরাবরই খুব একটা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারে বিশ্বাসই ছিলেন না। কেমিক্যাল থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টাই করেন তিনি। ঘরোয়া টোটকাতেই নিজেকে সুন্দর রাখতে পছন্দ করেন ঐশ্বর্য।

ঐশ্বর্য বরাবরই খুব একটা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারে বিশ্বাসই ছিলেন না। কেমিক্যাল থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টাই করেন তিনি। ঘরোয়া টোটকাতেই নিজেকে সুন্দর রাখতে পছন্দ করেন ঐশ্বর্য।

4 / 8
গিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাকে শুভেচ্ছা জানাতে। মুক্তি পাচ্ছে দ্য আর্চিজ। সেখানেই রয়েছেন তিনি। ফলে মামি ঐশ্বর্য যাবেন না তা কি হয়?

গিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাকে শুভেচ্ছা জানাতে। মুক্তি পাচ্ছে দ্য আর্চিজ। সেখানেই রয়েছেন তিনি। ফলে মামি ঐশ্বর্য যাবেন না তা কি হয়?

5 / 8
ত্বকের আদ্রতা বজায় রাখতে তিনি টক দই ব্যবহার করে থাকেন। পাশাপাশি শসা দিয়ে ফেসমাস্ক তৈরি করে নেন তিনি। বাড়িতেই পাওয়া যায়, প্রাকৃতিক জিনিস দিয়েই রূপচর্চা করে থাকেন তিনি।

ত্বকের আদ্রতা বজায় রাখতে তিনি টক দই ব্যবহার করে থাকেন। পাশাপাশি শসা দিয়ে ফেসমাস্ক তৈরি করে নেন তিনি। বাড়িতেই পাওয়া যায়, প্রাকৃতিক জিনিস দিয়েই রূপচর্চা করে থাকেন তিনি।

6 / 8
কেউ কেউ আবার তাঁকে ওজন কমানোর পরামর্শও দিয়ে থাকেন। সিনেদুনিয়ায় মাঝে মধ্যে ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি লক্ষ্য করা গেলেও তিনি খুব একটা সক্রিয় নন।

কেউ কেউ আবার তাঁকে ওজন কমানোর পরামর্শও দিয়ে থাকেন। সিনেদুনিয়ায় মাঝে মধ্যে ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি লক্ষ্য করা গেলেও তিনি খুব একটা সক্রিয় নন।

7 / 8
সাধারণত চোখের মেকআর আর ঠোঁটের ক্ষেত্রে তিনি স্কিন টোনই রাখতে বেশি পছন্দ করেন। পাশাপাশি ত্বক ভাল রাখতে পর্যান্ত পরিমানে জল পান করেন তিনি।

সাধারণত চোখের মেকআর আর ঠোঁটের ক্ষেত্রে তিনি স্কিন টোনই রাখতে বেশি পছন্দ করেন। পাশাপাশি ত্বক ভাল রাখতে পর্যান্ত পরিমানে জল পান করেন তিনি।

8 / 8
কারণ পাশে দাঁড়িয়ে থাকা অভিষেক বচ্চনকে যেন চিনতেই পারলেন না ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর হাত ধরে থাকা মেয়ে আরাধ্যার দিকেও ঘুরেও তাকালেন না অভিষেক।

কারণ পাশে দাঁড়িয়ে থাকা অভিষেক বচ্চনকে যেন চিনতেই পারলেন না ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর হাত ধরে থাকা মেয়ে আরাধ্যার দিকেও ঘুরেও তাকালেন না অভিষেক।

Next Photo Gallery