Salman Khan: বাজি শেষ, থামলেন না সলমন দাউ দাউ করে জ্বালিয়ে দিলেন মুঠো মুঠো টাকা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 11, 2023 | 4:00 PM

Salman Khan: দিওয়ালি মানেই সেলিব্রেশন, তাই বলে টাকা পুড়িয়ে উৎসবে মেতে ওঠা? তা বোধহয় কেউই মেনে নিতে পারবেন না। তবে এই কাণ্ডটাই একবার ঘটিয়ে ফেলেছিলেন সলমন খান। তারপর ঠিক কী হয়েছিল, নিজেই জানালেন ভাইজান।

1 / 8
যদিও পরবর্তীতে টাকার অঙ্ক দেখা যায় দুই খানের ক্ষেত্রেই ছিল সমান সমান। টাইগার থ্রি ছবিতে শাহরুখ খানের উপস্থিতি প্রায় ২০ মিনিট মতো।

যদিও পরবর্তীতে টাকার অঙ্ক দেখা যায় দুই খানের ক্ষেত্রেই ছিল সমান সমান। টাইগার থ্রি ছবিতে শাহরুখ খানের উপস্থিতি প্রায় ২০ মিনিট মতো।

2 / 8
ফলে এই জুটিদের যে ভবিষ্যতেও দেখা যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এই প্রস্তাব যখন গিয়েছিল সলমনের কাছে তিনি কি প্রথমেই তা গ্রহণ করেছিলেন?

ফলে এই জুটিদের যে ভবিষ্যতেও দেখা যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এই প্রস্তাব যখন গিয়েছিল সলমনের কাছে তিনি কি প্রথমেই তা গ্রহণ করেছিলেন?

3 / 8
তেমনটাই পরিকল্পনা মাফিক চলতে থাকে। যদিও একেবারে শুরুতে সমীকরণটা এমন ছিল না। তবে যখন আদিত্য চোপড়া এই প্রস্তাব দিলেন...

তেমনটাই পরিকল্পনা মাফিক চলতে থাকে। যদিও একেবারে শুরুতে সমীকরণটা এমন ছিল না। তবে যখন আদিত্য চোপড়া এই প্রস্তাব দিলেন...

4 / 8
তখন সলমন খান চাহিয়ে দিয়েছিলেন এক মজার শর্ত। তিনি টাইগার থ্রি থেকে এই দুনিয়ার অংশ হতে রাজি হয়ে গিয়েছিলেন।

তখন সলমন খান চাহিয়ে দিয়েছিলেন এক মজার শর্ত। তিনি টাইগার থ্রি থেকে এই দুনিয়ার অংশ হতে রাজি হয়ে গিয়েছিলেন।

5 / 8
তবে বলেছিলেন পাঠান করতে শাহরুখ খান যা পারিশ্রমিক নিয়ে থাকেন, তার থেকে তাঁকে এক টাকা হলেও বেশি পারিশ্রমিক দিতে হবে।

তবে বলেছিলেন পাঠান করতে শাহরুখ খান যা পারিশ্রমিক নিয়ে থাকেন, তার থেকে তাঁকে এক টাকা হলেও বেশি পারিশ্রমিক দিতে হবে।

6 / 8
টাইগার হল সলমন খানের ফ্রাঞ্চাইজি। কিন্তু যশরাজ ফিলস এই ফ্রাঞ্চাইজ়কে নিজেদের দখলে নিতে চেয়েছিল। অর্থাৎ টাইগার, পাঠান, কবীর একসঙ্গে কাজ করবে।

টাইগার হল সলমন খানের ফ্রাঞ্চাইজি। কিন্তু যশরাজ ফিলস এই ফ্রাঞ্চাইজ়কে নিজেদের দখলে নিতে চেয়েছিল। অর্থাৎ টাইগার, পাঠান, কবীর একসঙ্গে কাজ করবে।

7 / 8
বর্তমানে রমরমিয়ে চলছে টাইগার ছবি। সলমন খানের বোল্ড লুকে বুঁদ সকলেই। পাশাপাশি ছবিতে প্রশংসিত ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্যও।

বর্তমানে রমরমিয়ে চলছে টাইগার ছবি। সলমন খানের বোল্ড লুকে বুঁদ সকলেই। পাশাপাশি ছবিতে প্রশংসিত ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্যও।

8 / 8
সবটা বোঝার পর সলমন খান স্থির করেছিলেন, এই ভুল তাঁরা আর কোনওদিন করবেন না। তবে থেকেই টাকার প্রতি বিশেষ যত্নশীল হয়ে পড়েন তিনি।

সবটা বোঝার পর সলমন খান স্থির করেছিলেন, এই ভুল তাঁরা আর কোনওদিন করবেন না। তবে থেকেই টাকার প্রতি বিশেষ যত্নশীল হয়ে পড়েন তিনি।

Next Photo Gallery