Reality Show Fees: অমিতাভ থেকে সলমন, রিয়্যালিটি শো থেকে কোটি কোটি আয়, কার দর কত?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 22, 2023 | 1:07 PM

Bollywood Star Fees: রিয়্যালিটি শোয়ের এখন রমরমা বাজার। কোথাও মন দেওয়া-নেওয়ার খেলা, কোথাও আবার খতরা...। ভয়কে জয় করে শেষ হাসি হাসবে কে, কখনও আবার বন্ধঘরে অশান্তির ঝড়, এক একটি শো পিছু বাঘাবাঘা সেলেব নিয়োজিত। তাঁদের পারিশ্রমিক শুনলে অবাক হবেন।

1 / 8
বিগ বস থেকে শুরু করে কেবিসি, একাধিক রিয়্যালিটি শোয়ে অংশ গ্রহণ করতে দেখা যায় বলিউডের প্রথম সারির সেলেবদের। আর সেখান থেকেই মোটা টাকা আয় করে থাকেন তাঁরা।

বিগ বস থেকে শুরু করে কেবিসি, একাধিক রিয়্যালিটি শোয়ে অংশ গ্রহণ করতে দেখা যায় বলিউডের প্রথম সারির সেলেবদের। আর সেখান থেকেই মোটা টাকা আয় করে থাকেন তাঁরা।

2 / 8
শাহরুখ খান, যাঁর মুখের সংলাপ, যাঁর পর্দার চরিত্রের উপস্থাপনা বারবার দর্শককে কাঁদায়, সেই মানুষটাই নিজে কখন কান্নায় ভেঙে পড়েন জানেন? একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছে তিনি বেশ ইমোশনাল, অর্থাৎ আবেগপ্রবণ।

শাহরুখ খান, যাঁর মুখের সংলাপ, যাঁর পর্দার চরিত্রের উপস্থাপনা বারবার দর্শককে কাঁদায়, সেই মানুষটাই নিজে কখন কান্নায় ভেঙে পড়েন জানেন? একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছে তিনি বেশ ইমোশনাল, অর্থাৎ আবেগপ্রবণ।

3 / 8
অমিতাভ বচ্চন, দীর্ঘ দিন ধরে তিনি কৌন বনেগা ক্রোড়পতি রিয়ালিটি শো সঞ্চালনা করেছেন। সেখানে তিনি এপিসোড পিছু নিয়ে থাকেন ৩-৪ লাখ টাকা।

অমিতাভ বচ্চন, দীর্ঘ দিন ধরে তিনি কৌন বনেগা ক্রোড়পতি রিয়ালিটি শো সঞ্চালনা করেছেন। সেখানে তিনি এপিসোড পিছু নিয়ে থাকেন ৩-৪ লাখ টাকা।

4 / 8
রোহিত শেট্টি খাতরো কে খিলাড়ি রিয়ালিটি শো সঞ্চালনা করে থাকেন। যেখানে তিনি এপিসোড পিছু পারিশ্রমিক নিচ্ছেন ৫০ লাখ টাকা করে।

রোহিত শেট্টি খাতরো কে খিলাড়ি রিয়ালিটি শো সঞ্চালনা করে থাকেন। যেখানে তিনি এপিসোড পিছু পারিশ্রমিক নিচ্ছেন ৫০ লাখ টাকা করে।

5 / 8
গায়িকা নেহা কক্কর গানের রিয়ালিটি শো-এর বিচারক হয়ে হয়ে আয় করে থাকেন এপিসোড পিছু ৫ লাখ টাকা।

গায়িকা নেহা কক্কর গানের রিয়ালিটি শো-এর বিচারক হয়ে হয়ে আয় করে থাকেন এপিসোড পিছু ৫ লাখ টাকা।

6 / 8
শিল্পা শেট্টি, নাচের রিয়ালিটি শো-তে বিচারক হয়ে তিনি প্রতিটা এপিসোড পিছু আয় করছেন বর্তমানে ২০ লাখ টাকা করে।

শিল্পা শেট্টি, নাচের রিয়ালিটি শো-তে বিচারক হয়ে তিনি প্রতিটা এপিসোড পিছু আয় করছেন বর্তমানে ২০ লাখ টাকা করে।

7 / 8
৪ লাখ টাকা নিয়ে থারেন গায়ক হিমেশ রেশমিয়া, তাঁরে গানের শো-এর বিচারকের ভূমিকাতে দেখা যায়।

৪ লাখ টাকা নিয়ে থারেন গায়ক হিমেশ রেশমিয়া, তাঁরে গানের শো-এর বিচারকের ভূমিকাতে দেখা যায়।

8 / 8
বিশাল শেখর- ইন্ডিয়ান আইডলে তাঁরা বিচারক। যদিও মাঝে মধ্যেই এই সমীকরণ পাল্টে যেতে দেখা যায়। তবে তাঁরা এপিসোড পিছু নিয়ে থাকেন মোট ৪.৫ লাখ টাকা।

বিশাল শেখর- ইন্ডিয়ান আইডলে তাঁরা বিচারক। যদিও মাঝে মধ্যেই এই সমীকরণ পাল্টে যেতে দেখা যায়। তবে তাঁরা এপিসোড পিছু নিয়ে থাকেন মোট ৪.৫ লাখ টাকা।