Sana Saeed: ‘কুছ কুছ হোতা হ্যায়’র ছোট্ট অঞ্জলিকে মনে পড়ে? এখন কেমন দেখতে ‘শাহরুখের মেয়ে’?
শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর সেই ছোট্ট অঞ্জলিকে মনে আছে? শিশু শিল্পী হিসেবে বলিউডে সাড়া ফেলেছিলেন তিনি। নাম তাঁর সানা সঈদ। বড় হয়ে সিনেদুনিয়ায় আবার পা রেখেছিলেন। কিন্তু ছাপ ফেলতে পারেননি। সিনেদুনিয়ায় তাঁকে নিয়ে বলা হয়, অনেক স্ট্রাগল করেছেন। কিন্তু ফল পাননি। আর সানা নিজে কী বলছেন?
Most Read Stories