Shahrukh-Gauri: প্রথম সন্তান কোলহারা, শোক সহ্য করতে পারেননি শাহরুখ-গৌরী

Untold Story: একের পর এক সন্তান শোকের পর যখন আরিয়ান খান জন্মছিল, খুশির বাঁধ ভেঙেছিল শাহরুখ খানের, নিজেই জানিয়েছিলেন, তিনি পৃথিবীর সব সুখ আরিয়ান খানকে এনে দিতে চান। তবে সেই দিনগুলো ঠিক কতটা কঠিন ছিল? নিজেই জানিয়েছিলেন বাদশা।

| Edited By: | Updated on: Nov 05, 2023 | 3:04 PM
না, আরিয়ান খান তাঁদের প্রথম সন্তান নয়। শাহরুখ খান ও গৌরী খান বিয়ের পর থেকেই সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়টা ঠিক কতটা কঠিন ছিল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন খোদ শাহরুখ খান।

না, আরিয়ান খান তাঁদের প্রথম সন্তান নয়। শাহরুখ খান ও গৌরী খান বিয়ের পর থেকেই সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়টা ঠিক কতটা কঠিন ছিল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন খোদ শাহরুখ খান।

1 / 8
একটা সন্তানের জন্য রাত দিন প্রার্থনা। এরপর অন্তঃসত্ত্বা হন গৌরী খান। প্রতিটা পরিবারের মতো তাঁদের ছোট্ট সংসারেও আনন্দের বন্যা বয়ে যায়।

একটা সন্তানের জন্য রাত দিন প্রার্থনা। এরপর অন্তঃসত্ত্বা হন গৌরী খান। প্রতিটা পরিবারের মতো তাঁদের ছোট্ট সংসারেও আনন্দের বন্যা বয়ে যায়।

2 / 8
তবে সেই হাসি বেশিদিন টিকে থাকেনি। কিছুদিনের মধ্যেই নিজেদের প্রথম সন্তানকে হারান বলিউডের এই জুটি। মিসক্যারেজ হয় গৌরী খানের।

তবে সেই হাসি বেশিদিন টিকে থাকেনি। কিছুদিনের মধ্যেই নিজেদের প্রথম সন্তানকে হারান বলিউডের এই জুটি। মিসক্যারেজ হয় গৌরী খানের।

3 / 8
সহ্য করতে পারেননি সেই শোক এই জুটি। আবারও চেষ্টা করা, আবারও অন্তঃসত্ত্বা হন গৌরী খান, এবার অনেক বেশি সচেতন ছিলেন, কিন্তু না, সেবারও হয়নি।

সহ্য করতে পারেননি সেই শোক এই জুটি। আবারও চেষ্টা করা, আবারও অন্তঃসত্ত্বা হন গৌরী খান, এবার অনেক বেশি সচেতন ছিলেন, কিন্তু না, সেবারও হয়নি।

4 / 8
২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, ''আমাদের বড় ছেলে আরিয়ানের আগে বেশ কয়েকটা মিসক্যারেজ হয়। এরপর যখন আরিয়ান জন্ম। সেই সময়টা ভীষণ কঠিন ছিল আমাদের জন্যে''।

২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, ''আমাদের বড় ছেলে আরিয়ানের আগে বেশ কয়েকটা মিসক্যারেজ হয়। এরপর যখন আরিয়ান জন্ম। সেই সময়টা ভীষণ কঠিন ছিল আমাদের জন্যে''।

5 / 8
এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও ভেঙে পড়েননি তাঁরা। চেষ্টা করা, ডাক্তারের পরামর্শ নেওয়া সবটাই করেছিলেন। সেখান থেকে আজ তিন সন্তানের পরিবার।

এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও ভেঙে পড়েননি তাঁরা। চেষ্টা করা, ডাক্তারের পরামর্শ নেওয়া সবটাই করেছিলেন। সেখান থেকে আজ তিন সন্তানের পরিবার।

6 / 8
যখন আরিয়ান খান জন্মছিল, খুশির বাঁধ ভেঙেছিল শাহরুখ খানের, নিজেই জানিয়েছিলেন, তিনি পৃথিবীর সব সুখ আরিয়ান খানকে এনে দিতে চান।

যখন আরিয়ান খান জন্মছিল, খুশির বাঁধ ভেঙেছিল শাহরুখ খানের, নিজেই জানিয়েছিলেন, তিনি পৃথিবীর সব সুখ আরিয়ান খানকে এনে দিতে চান।

7 / 8
যা নিয়ে পরবর্তীতে ট্রোল্ডও হয়েছিলেন শাহরুখ খান, কিন্তু কোথাও গিয়ে বাবা হিসেবে সেই মুহূর্তে নিজের মনের কোণে জমে থাকা আবেগ তিনি ধরে রাখতে পারেননি, তা তিনি একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

যা নিয়ে পরবর্তীতে ট্রোল্ডও হয়েছিলেন শাহরুখ খান, কিন্তু কোথাও গিয়ে বাবা হিসেবে সেই মুহূর্তে নিজের মনের কোণে জমে থাকা আবেগ তিনি ধরে রাখতে পারেননি, তা তিনি একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

8 / 8
Follow Us: