Social Media Trolling: শাহরুখ থেকে হৃত্বিক, ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহারে ভাইরাল হয়েছেন যাঁরা…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 04, 2023 | 7:45 AM

Viral News: ভিডিয়ো ভাইরাল হতেই চরম কটাক্ষের শিকার বলিউড বাদশা। শাহরুখের ক্ষেত্রে যদিও এই ভিডিয়ো খুব একটা পরিচিত নয়। ভক্তদের সঙ্গে অতীতে তাঁকে খারাপ ব্যবহার করতে সেভাবে দেখা যায়নি। ফলে কিং ভক্তরাও বেজায় অবাক।

1 / 8
'এ কী করলেন শাহরুখ খান? যেই একটি ছবি হিট, রূপ বেরিয়ে এল?'—এবার প্রশ্নবাণে বিদ্ধ শাহরুখ খান। কিং খানকে দেখে বিমানবন্দরে এক ভক্ত ছবি তুলতে এগিয়ে এলে তাঁকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ খান।

'এ কী করলেন শাহরুখ খান? যেই একটি ছবি হিট, রূপ বেরিয়ে এল?'—এবার প্রশ্নবাণে বিদ্ধ শাহরুখ খান। কিং খানকে দেখে বিমানবন্দরে এক ভক্ত ছবি তুলতে এগিয়ে এলে তাঁকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেন শাহরুখ খান।

2 / 8
বিরতির পর শাহরুখ খান যখন 'পাঠান' ছবি নিয়ে পর্দায় ফিরলেন এক কথায় ভক্তদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। একের পর এক ছবি এখন পাইপলাইনে। তবে ছবির কোনও প্রমোশনই দেখা যায়নি শাহরুখ খানকে।

বিরতির পর শাহরুখ খান যখন 'পাঠান' ছবি নিয়ে পর্দায় ফিরলেন এক কথায় ভক্তদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। একের পর এক ছবি এখন পাইপলাইনে। তবে ছবির কোনও প্রমোশনই দেখা যায়নি শাহরুখ খানকে।

3 / 8
নয়নতারা-- দক্ষিণের এই অভিনেত্রী সকলের নজরের কেন্দ্রে জায়গা করেনিয়েছিলেন রাতারাতি। শাহরুখ খানের আগামী ছবির নায়িকা তিনি। তবে এক ভক্ত তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি ফোন ফেলে দিয়েছিলেন।

নয়নতারা-- দক্ষিণের এই অভিনেত্রী সকলের নজরের কেন্দ্রে জায়গা করেনিয়েছিলেন রাতারাতি। শাহরুখ খানের আগামী ছবির নায়িকা তিনি। তবে এক ভক্ত তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি ফোন ফেলে দিয়েছিলেন।

4 / 8
সলমন খান-- ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করার ফলে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। সলমন খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছিল এই কারণে। সলমন খান ফোনই নিয়ে নিয়েছিলেন এক ভক্তের।

সলমন খান-- ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করার ফলে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। সলমন খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছিল এই কারণে। সলমন খান ফোনই নিয়ে নিয়েছিলেন এক ভক্তের।

5 / 8
মালাইকা আরোরা- মাঝে মধ্যেই মালাইকা আরোরাকে ভক্তরা ফলো করে থাকেন। কিন্তু বিষয়টা মোটেও পছন্দ করেন না অভিনেত্রী। মাঝে মধ্যেই তাঁকে মেজাজ হারাতে দেখা যায়।

মালাইকা আরোরা- মাঝে মধ্যেই মালাইকা আরোরাকে ভক্তরা ফলো করে থাকেন। কিন্তু বিষয়টা মোটেও পছন্দ করেন না অভিনেত্রী। মাঝে মধ্যেই তাঁকে মেজাজ হারাতে দেখা যায়।

6 / 8
হৃত্বিক রোশন- হৃত্বিকের একটি ফিটনেস ব্র্যান্ড রয়েছে। তবে তাঁর ব্র্যান্ড যথেষ্ট জনপ্রিয় ও ভক্তরা বেশ পছন্দ করেন।

হৃত্বিক রোশন- হৃত্বিকের একটি ফিটনেস ব্র্যান্ড রয়েছে। তবে তাঁর ব্র্যান্ড যথেষ্ট জনপ্রিয় ও ভক্তরা বেশ পছন্দ করেন।

7 / 8
জন আব্রাহম-- এক ভক্তের থেকে ফোন কেড়ে নিয়েছিলেন জন আব্রাহম। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন তিনি। কটাক্ষের শিকারও হতে হয়েছিল। ভক্তের সঙ্গে এ কেমন ব্যবহার?

জন আব্রাহম-- এক ভক্তের থেকে ফোন কেড়ে নিয়েছিলেন জন আব্রাহম। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন তিনি। কটাক্ষের শিকারও হতে হয়েছিল। ভক্তের সঙ্গে এ কেমন ব্যবহার?

8 / 8
রানা ডাগ্গুপতি- দক্ষিণী এই স্টারও রীতিমত ভাইরাল হয়েছিলেন ভক্তদের সঙ্গে খারাপ আচরণ করায়। একজনের ফোন ফেলে দিয়েছিলেন তিনি সেলফি তুলতে চাওয়ায়।

রানা ডাগ্গুপতি- দক্ষিণী এই স্টারও রীতিমত ভাইরাল হয়েছিলেন ভক্তদের সঙ্গে খারাপ আচরণ করায়। একজনের ফোন ফেলে দিয়েছিলেন তিনি সেলফি তুলতে চাওয়ায়।

Next Photo Gallery