Suhana Khan: বিছানায় শুয়ে বোল্ড লুকে শাহরুখ-কন্যা, ভাইরাল সেই ছবি
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 20, 2023 | 8:15 AM
Suhana Khan Bollywood: খুব শিঘ্রই জোয়া আখতারের ছবির মাধ্যমে অভিনয় জহতে হাতখড়ি হবে সুহানার। তার আগে এখনই ফ্য়ানেদের মনে আগুন জ্বালাচ্ছেন শাহরুখ ও গৌরীর আদরের কন্যা। গৌরি খান এই ফটোশুটের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
1 / 8
ফ্য়াশান স্টেটমেন্টের জন্য বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশংসা কুড়িয়ে নেন স্টার কিড সুহানা খান। শাড়ি কিংবা ওয়েস্টার্ন পোশাক সবেতেই বাজিমাত করেন শাহরুখ তনয়া।
2 / 8
বর্তমানে কেকেআর-এর খেলা নিয়ে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন তিনি। শাহরুখের গোটা পরিবার এই দলকে নিয়ে বেজায় উচ্ছ্বসিত। সকলেই ক্রিকেট বেশ পছন্দ করেন।
3 / 8
এখানেই শেষ নয়, এবার সামনে উঠে এল আরও এক ভাইরাল ছবি। সুহানা খান মায়ের থেকে ধার করেছেন এই জিনিস। একটি ব্যগ। যা ব্যবহার করেন গৌরী খান। বিলাসবহুল এই ব্র্যান্ডের ব্যাগটি মায়ের থেকেই নিয়েছেন সুহানা।
4 / 8
তাই নিয়ম করে মাঠে হাজিরা দিয়ে থাকেন কখনও সুহানা খান, কখনও আবার আরিয়ান খান। ফলে বারে বারে ম্যাচকে কেন্দ্র করে খবরের শিরোনামে জায়গা করে নিতে দেখা যাচ্ছে এই সেলেব কিডকে।
5 / 8
তাঁদের যুক্তি, “বাবার টিম, তিনিও যুক্ত, সেই উন্মাদনায় যদি গালি দিয়েও থাকেন, তবে তা দোষের নয়”। আর একদলের মন্তব্য, “ভাল লাগল উনি খেলা বোঝেন। ভাল লাগল বাবার টিমের প্রতি তাঁর টান রয়েছে। তারকার থেকেও আগে তিনি মানুষ। তাই এই দোষগুলো এড়িয়ে যাওয়াই ভাল।”
6 / 8
যার নাম ৩ লক্ষ টাকা। এমনটাই মত নেটপাড়ার একাংশের। কারণ কিছুদিন আগেই এই ব্যাগ গৌরী খানের হাতে দেখা যায়। সেই ছবিও পলকে হল ভাইরাল।
7 / 8
পপকর্ণ মুখে নিয়েই দিয়ে ফেললেন গালি, ভাইরাল ভিডিয়ো দেখে অন্তত এমনটাই মনে করছেন সকলে। এ নিয়ে নেটমহলে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। শাহরুখ কন্যা সমালোচনার সম্মুখীন হলেও অনেকেই অন্তত এই বিষয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
8 / 8
শুধু ওয়েস্টার্ন পোশাকই নয় মাঝেমধ্যে শাড়িও পরেন সুহানা। মনীশ মালহোত্রার ডিজ়াইন করা লাল শাড়ি ও হাত কাটা ব্লাউজেও সমানভাবে নজর কেড়েছেন তিনি।