Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahnaaz Gill Assets: সবে মাত্র কেরিয়ার শুরু, এরই মাঝে কত কোটির মালিক শেহনাজ়?

Total Assets: শেহনাজ গিল, প্রথম থেকেই যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর বিগ বস থেকে প্রকাশ্যে আসা প্রতিটা ক্লিপিং। নিজেকে রাতারাতি পাল্টে ফেলে যে এভাবেও স্টার হওয়া যায়, প্রমাণ করেছেন শেহনাজ।

| Edited By: | Updated on: Oct 03, 2023 | 4:50 PM
শেহনাজ গিল, প্রথম থেকেই যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর বিগ বস থেকে প্রকাশ্যে আসা প্রতিটা ক্লিপিং। নিজেকে রাতারাতি পাল্টে ফেলে যে এভাবেও স্টার হওয়া যায়, প্রমাণ করেছেন শেহনাজ।

শেহনাজ গিল, প্রথম থেকেই যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর বিগ বস থেকে প্রকাশ্যে আসা প্রতিটা ক্লিপিং। নিজেকে রাতারাতি পাল্টে ফেলে যে এভাবেও স্টার হওয়া যায়, প্রমাণ করেছেন শেহনাজ।

1 / 8
যদিও তাঁর কথায় সলমন খানের সঙ্গে ছবি করা মানেই বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়ে যাওয়া নয়। এরপর টিকে থাকাটাই জরুরী। পরপর কাজ পেয়ে যেতে হবে।

যদিও তাঁর কথায় সলমন খানের সঙ্গে ছবি করা মানেই বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়ে যাওয়া নয়। এরপর টিকে থাকাটাই জরুরী। পরপর কাজ পেয়ে যেতে হবে।

2 / 8
যদিও শেহনাজ গিলের কাছে এখনও পর্যন্ত তেমন কোনও বড় প্রজেক্টের প্রস্তাব তিনি পাননি। তবে নিজের ইউটিউব চ্যালেনের মাধ্যমে মাঝে মধ্যেই চর্চায় থাকেন তিনি।

যদিও শেহনাজ গিলের কাছে এখনও পর্যন্ত তেমন কোনও বড় প্রজেক্টের প্রস্তাব তিনি পাননি। তবে নিজের ইউটিউব চ্যালেনের মাধ্যমে মাঝে মধ্যেই চর্চায় থাকেন তিনি।

3 / 8
বিনোদন জগতে কেরিয়ার শুরু হয়েছে সবে মাত্র। এরই মাঝে মোটা টাকার মালিক শেহনাজ। তাঁর বছরে আয়ের পরিমাণ হল ৩ কোটি টাকা।

বিনোদন জগতে কেরিয়ার শুরু হয়েছে সবে মাত্র। এরই মাঝে মোটা টাকার মালিক শেহনাজ। তাঁর বছরে আয়ের পরিমাণ হল ৩ কোটি টাকা।

4 / 8
অন্যদিকে শেহনাজ গিলের সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যাও নেহাতই কম নয়। ১৬ মিলিয়ান ফলোয়ার শেহনাজের। তাই সেখান থেকেও আয় করেন তিনি।

অন্যদিকে শেহনাজ গিলের সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যাও নেহাতই কম নয়। ১৬ মিলিয়ান ফলোয়ার শেহনাজের। তাই সেখান থেকেও আয় করেন তিনি।

5 / 8
তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি টাকা। মাসে যাঁর আয় ২৫ লাখ টাকা। শেহনাজ নিজের ক্ষমতায় আজ যে পর্যায় পৌঁছিয়েছে তা নিয়ে সকলেই প্রশংসা করেন।

তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি টাকা। মাসে যাঁর আয় ২৫ লাখ টাকা। শেহনাজ নিজের ক্ষমতায় আজ যে পর্যায় পৌঁছিয়েছে তা নিয়ে সকলেই প্রশংসা করেন।

6 / 8
সোশ্যাল মিডিয়ায় এক একটি পোস্ট করতে শেহনাজ গিল নিয়ে থাকেন ১০ লাখ টাকা। ফলে বিজ্ঞাপন থেকেও তাঁর আয় কম হয় না।

সোশ্যাল মিডিয়ায় এক একটি পোস্ট করতে শেহনাজ গিল নিয়ে থাকেন ১০ লাখ টাকা। ফলে বিজ্ঞাপন থেকেও তাঁর আয় কম হয় না।

7 / 8
শেহনাজের রয়েছে মোট ৪টি গাড়ি রয়েছে। Range Rover Evoque, Audi A4, Jaguar XJ, Mercedes Benz S-class আর Audi Q3. গাড়ি বেশ পছন্দের বিষয় শেহনাজের কাছে।

শেহনাজের রয়েছে মোট ৪টি গাড়ি রয়েছে। Range Rover Evoque, Audi A4, Jaguar XJ, Mercedes Benz S-class আর Audi Q3. গাড়ি বেশ পছন্দের বিষয় শেহনাজের কাছে।

8 / 8
Follow Us: