উরফি জাভেদ, সিনেদুনিয়ার তিনি ভাইরাল কুইন। কেবল পোশাকের জেরে যিবি বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন।
তবে আক্ষেপ রয়ে গিয়েছে মনের কোণে। করতে চেয়েছিলেন সিনেমা। কিন্তু একটাও ভাল চরিত্রের প্রস্তাব তাঁর কাছে যায়নি। তবে তাঁর জনপ্রিয়তাই তাঁর অস্ত্র হয়ে ওঠে।
যার জেরে উরফি জাভেদ এখন ভালই বিজ্ঞাপন পেয়ে থাকেন। পেয়ে থাকেন বিভিন্ন জায়গা থেকে ডাকও। উরফি দিন দিন হয়ে উঠছেন জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় তাঁর বিস্তর ফলোয়ার। নিজেই জানিয়ে ছিলেন, ৮০ শতাংশই তাঁর মধ্যে পুরুষ। তবে এ কী বললেন উরফি?
সোশ্যাল মি়ডিয়া ছেড়়ে দিচ্ছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। যেখানে সম্পূর্ণ রূপে তিনি নগ্ন।
শরীরের নিম্নাংশে পোশাক থাকলেও ওপরের অংশ তাঁর খোলা। গোটা গায়ে চুমুর দাগ ভর্তি। এই ছবি পোস্ট করেই তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন।
খবর ভাইরাল হতেই সকলের নজরের কেন্দ্রে তা জায়গা করে নিল। ভক্তরা একপ্রকার উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুললেন কী এমন হল?
যদিও সোশ্যাল মিডিয়া কেন ছাড়ছেন তিনি বা ছাড়তে চাইছেন, তা নিয়ে একেবারেই মুখ খোলেননি উরফি জাভেদ। যদিও ছবি দেখে ঘুম উড়ল অনেকেরই।