ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও কোথাও গিয়ে যেন খুব একটা ঘনিষ্ট দৃশ্যে দেখা যায়নি তাঁকে।
ফলে বচ্চন পরিবারের সম্পত্তি যদি তিনি নাও পান, তবে বেশ মোটা টাকাই রয়েছে তাঁর ঝুলিতে। যা অস্বীকার করার কোনও জায়গাই নেই।
অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ঐশ্বর্যা, জয়ার কানে পৌঁছতেই...
তবে নানান জায়গাতে এখনও ঐশ্বর্য ও অভিষেককে একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও অভিষেক বচ্চনের সঙ্গে তিনি যে এখন আর থাকেন না, তা একপ্রকার স্পষ্ট।
তাঁর কথায়, তিনি কখনও অভিনয়ের ক্ষেত্রে কোনও আপত্তি করেননি। বরং ঐশ্বর্য রাই বচ্চন নিজেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে চান না।
ঐশ্বর্য রাই বচ্চনের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হয়। তিনি কোনওদিন আপত্তি করেননি চুমুতেও। এটা ঐশ্বর্যের নিজের সিদ্ধান্ত।
পরবর্তীতে রাজ কুমার রাও-এর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে মানা করে দিয়েছিলেন। যদিও বলিউডের অন্দরমহলে ছিল অন্য খবর।
ঐশ্বর্যের পরিবারের আপত্তি থাকার কারণেই নাকি তিনি এই ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারেননি।