Shahrukh-Salman Fight: ২০০৮ সালে কী ঘটেছিল, শাহরুখ সলমনের ঝগড়ার পিছনে ছিল এই সামান্য কারণ

Bollywood Gossip: বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে ২০০৮ সালে তাঁদের মধ্যে এক বড় সমস্যা তৈরি হয়। দুই স্টার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন। করেছিলেনও তাই। বলিউড তখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

| Edited By: | Updated on: Nov 17, 2023 | 4:14 PM
সলমন খান ও শাহরুখ খান, বলিউডের বর্তমানে অন্যতম দুই সুপারস্টার ভাই-ভাই। একে অপরের ছবিকে সাপোর্ট করা থেকে শুরু করে সমস্তটাই তাঁরা করছেন পাল্লা দিয়ে।

সলমন খান ও শাহরুখ খান, বলিউডের বর্তমানে অন্যতম দুই সুপারস্টার ভাই-ভাই। একে অপরের ছবিকে সাপোর্ট করা থেকে শুরু করে সমস্তটাই তাঁরা করছেন পাল্লা দিয়ে।

1 / 8
সলমন খান, টাইগার থ্রি ছবির মাধ্যমে স্পাই ইউনিভার্সে প্রথম পা রাখলেন তিনি। অর্থাৎ শাহরুখ খান, হৃত্বিক রোশনদের দলে এবার থেকে থাকছেন তিনিও।

সলমন খান, টাইগার থ্রি ছবির মাধ্যমে স্পাই ইউনিভার্সে প্রথম পা রাখলেন তিনি। অর্থাৎ শাহরুখ খান, হৃত্বিক রোশনদের দলে এবার থেকে থাকছেন তিনিও।

2 / 8
দুই স্টার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন। করেছিলেনও তাই। বলিউড তখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

দুই স্টার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন। করেছিলেনও তাই। বলিউড তখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

3 / 8
টাইগার হল সলমন খানের ফ্রাঞ্চাইজি। কিন্তু যশরাজ ফিলস এই ফ্রাঞ্চাইজ়কে নিজেদের দখলে নিতে চেয়েছিল। অর্থাৎ টাইগার, পাঠান, কবীর একসঙ্গে কাজ করবে।

টাইগার হল সলমন খানের ফ্রাঞ্চাইজি। কিন্তু যশরাজ ফিলস এই ফ্রাঞ্চাইজ়কে নিজেদের দখলে নিতে চেয়েছিল। অর্থাৎ টাইগার, পাঠান, কবীর একসঙ্গে কাজ করবে।

4 / 8
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালনা করছিলেন তাঁরা। সেখানেই কথা প্রসঙ্গ এই কথা টেনে আনেন শাহরুখ সলমন।

এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালনা করছিলেন তাঁরা। সেখানেই কথা প্রসঙ্গ এই কথা টেনে আনেন শাহরুখ সলমন।

5 / 8
শাহরুখ খান বলেন অনেকেই হয়তো জানতে চাইবেন, তাঁরা ঠিক কী কারণে দীর্ঘদিন ধরে আলাদা হয়ে গিয়েছিলেন, কিন্তু তাঁর উত্তর কারও জানা ছিল না।

শাহরুখ খান বলেন অনেকেই হয়তো জানতে চাইবেন, তাঁরা ঠিক কী কারণে দীর্ঘদিন ধরে আলাদা হয়ে গিয়েছিলেন, কিন্তু তাঁর উত্তর কারও জানা ছিল না।

6 / 8
তখন সলমন খান চাহিয়ে দিয়েছিলেন এক মজার শর্ত। তিনি টাইগার থ্রি থেকে এই দুনিয়ার অংশ হতে রাজি হয়ে গিয়েছিলেন।

তখন সলমন খান চাহিয়ে দিয়েছিলেন এক মজার শর্ত। তিনি টাইগার থ্রি থেকে এই দুনিয়ার অংশ হতে রাজি হয়ে গিয়েছিলেন।

7 / 8
তেমনটাই পরিকল্পনা মাফিক চলতে থাকে। যদিও একেবারে শুরুতে সমীকরণটা এমন ছিল না। তবে যখন আদিত্য চোপড়া এই প্রস্তাব দিলেন...

তেমনটাই পরিকল্পনা মাফিক চলতে থাকে। যদিও একেবারে শুরুতে সমীকরণটা এমন ছিল না। তবে যখন আদিত্য চোপড়া এই প্রস্তাব দিলেন...

8 / 8
Follow Us: