Shah Rukh Khan Secret: ৭ দিনে একই প্যান্ট, নিজের জন্য জামা কিনি না, তবে কোথায় যাচ্ছে শাহরুখের টাকা?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 19, 2023 | 5:00 PM
Shah Rukh Khan Assets: মোটা টাকার সম্পত্তি যাঁর তিনি নাকি গরিব? শাহরুখের কথা বিশ্বাস করতে অস্বস্তি হলেও এটাই সত্যি বলে দাবি করেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে বলেছিলেন...
1 / 8
তিনি কিং খান। তিনি বলিউড বাদশা। একটা ছবি করতে মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এবার আবার রয়েছে তাঁর ১০০০ কোটি টাকার রেকর্ডও।
2 / 8
মোটা টাকার সম্পত্তি যাঁর তিনি নাকি গরিব? শাহরুখের কথা বিশ্বাস করতে অস্বস্তি হলেও এটাই সত্যি বলে দাবি করেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে বলেছিলেন---
3 / 8
আমার বড় বাড়ি রয়েছে, বড় অফিস আছে, বড় বড় ছবি আছে। আমার অর্থ এসবের পিছনেই খরচ হয়। একমাত্র ছবির পেছনেই আমি টাকা খরচ করতে পছন্দ করি।
4 / 8
আমি রেস্তোরাঁতে যাই না, বাড়িতে যা খাবার হয় তাই খাই, একই খাবার খাই। পোশাকও কিনি না। আমার যা আছে, সবটাই সংস্থা প্রাপ্ত। আমি সেই অর্থে দেখতে গেলে গরিব। আমি সাফল্য সেলিব্রেট করি না।
5 / 8
আপনি যদি আমার সঙ্গে পর পর সাত দিন দেখা করেন, দেখবেন আমি একই প্যান্ট পরে আছি। আমি মানুষকে উপহার দিতে পছন্দ করি। নিজের জন্য কিছুই কিনি না। আমার কোনও ব্যক্তিগত চাহিদা নেই।
6 / 8
আমি আমার সন্তানদের ইচ্ছে পূরণ করতে পছন্দ করি। আমি গান শুনি না, তাই আমার কাছে কোনও স্পিকারও নেই। আমার প্রচুর জুতো আছে। তবে সেগুলো সব শুটিং থেকেই আসা। কারণ আমি শুধু স্নিকার্স পরি।
7 / 8
শাহরুখ খান বরাবরই নিজের সঞ্চয় নিয়ে ভীষণ যত্নশীল। একাধিক সাধাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি অর্থের অপচয় করেন না।
8 / 8
কখন এই অনুভুতিটা হয় তাঁর জানেন, যখন কোনও সম্পর্ক ভাঙ্গে। একবার এক সাক্ষাতকারে করণ জোহরকে শাহরুখ খান বলেছিলেন ''আমি শুধু তখনই কষ্ট পাই যখন সম্পর্ক ভেঙে যায়।''