Manchester City: এগিয়ে গিয়েও আটকে গেল চ্যাম্পিয়নরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 22, 2022 | 8:30 AM

গত মরসুমের চ্যাম্পিয়ন। ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) এবারের মরসুমে প্রথম দুটি ম্যাচই জিতেছিল। তিন নম্বর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের ( Newcastle United) কাছে আটকে গেল নীল ম্যাঞ্চেস্টার (Manchester City)।

1 / 5
ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে ম্যান সিটিকে এগিয়ে দেন ইকের গুন্ডোগান। গত দুই ম্যাচের ছন্দেই শুরু তাদের। (ছবি : টুইটার)

ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে ম্যান সিটিকে এগিয়ে দেন ইকের গুন্ডোগান। গত দুই ম্যাচের ছন্দেই শুরু তাদের। (ছবি : টুইটার)

2 / 5
ম্যাচের ২৮, ৩৯ এবং ৫৪ মিনিটে নিউক্যাসল ঝড়। তিন গোল খায় ম্যান সিটি। ১-৩ গোলে পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। (ছবি : টুইটার)

ম্যাচের ২৮, ৩৯ এবং ৫৪ মিনিটে নিউক্যাসল ঝড়। তিন গোল খায় ম্যান সিটি। ১-৩ গোলে পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। (ছবি : টুইটার)

3 / 5
হাল ছাড়েনি ম্যাঞ্চেস্টার সিটি। খালি হাতে মাঠ ছাড়া যাবে না। এই লক্ষ্যেই মরিয়া ছিল তারা। ৬০ মিনিটে আর্লিং হালান্ডের গোলে ব্যবধান কমায় সিটি। (ছবি : টুইটার)

হাল ছাড়েনি ম্যাঞ্চেস্টার সিটি। খালি হাতে মাঠ ছাড়া যাবে না। এই লক্ষ্যেই মরিয়া ছিল তারা। ৬০ মিনিটে আর্লিং হালান্ডের গোলে ব্যবধান কমায় সিটি। (ছবি : টুইটার)

4 / 5
হালান্ডের গোলের ৪ মিনিটের মধ্যে সমতা ফেরান বার্নার্দো সিলভা। তিন পয়েন্টের লক্ষ্য়ে শুরু করলেও এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল সিটিকে। (ছবি : টুইটার)

হালান্ডের গোলের ৪ মিনিটের মধ্যে সমতা ফেরান বার্নার্দো সিলভা। তিন পয়েন্টের লক্ষ্য়ে শুরু করলেও এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল সিটিকে। (ছবি : টুইটার)

5 / 5
ম্যাচ শেষে কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, 'আমরা শুরুটা ভালো করেছিলাম। একটা গোল হয়েছিল। কেভিন ডে ব্রুইন, ফিল ফোডেন দুটো সুযোগও তৈরি করেছিল। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।' (ছবি : টুইটার)

ম্যাচ শেষে কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, 'আমরা শুরুটা ভালো করেছিলাম। একটা গোল হয়েছিল। কেভিন ডে ব্রুইন, ফিল ফোডেন দুটো সুযোগও তৈরি করেছিল। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।' (ছবি : টুইটার)

Next Photo Gallery