Manchester City: এগিয়ে গিয়েও আটকে গেল চ্যাম্পিয়নরা
গত মরসুমের চ্যাম্পিয়ন। ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) এবারের মরসুমে প্রথম দুটি ম্যাচই জিতেছিল। তিন নম্বর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের ( Newcastle United) কাছে আটকে গেল নীল ম্যাঞ্চেস্টার (Manchester City)।