Premier League: ১০ জনের উলভসকে হারিয়ে লিগ টেবলের মগডালে উঠলেন হালান্ডরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 17, 2022 | 10:54 PM

মলিনেক্স স্টেডিয়ামে আজ ইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি ও উলভস। ৩-০ ব্যবধানে উলভসকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ১০ জনের উলভসের বিরুদ্ধে ম্যান সিটির হয়ে তিনটি গোল করেছেন জ্যাক গ্রেলিশ, আর্লিং হালান্ড ও ফিল ফডেন।

1 / 5
মলিনেক্স স্টেডিয়ামে আজ ইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি ও উলভস। ৩-০ ব্যবধানে উলভসকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ১০ জনের উলভসের বিরুদ্ধে ম্যান সিটির হয়ে তিনটি গোল করেছেন জ্যাক গ্রেলিশ, আর্লিং হালান্ড ও ফিল ফডেন। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

মলিনেক্স স্টেডিয়ামে আজ ইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি ও উলভস। ৩-০ ব্যবধানে উলভসকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ১০ জনের উলভসের বিরুদ্ধে ম্যান সিটির হয়ে তিনটি গোল করেছেন জ্যাক গ্রেলিশ, আর্লিং হালান্ড ও ফিল ফডেন। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 5
ম্যাচ শুরু হওয়ার আগে, রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানোর জন্য দুই দলের প্লেয়াররা মাঠের মধ্যে ১ মিনিটের নীরবতা পালন করেন। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচ শুরু হওয়ার আগে, রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানোর জন্য দুই দলের প্লেয়াররা মাঠের মধ্যে ১ মিনিটের নীরবতা পালন করেন। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 5
বল মাঠে গড়ানোর এক মিনিটের মধ্যেই উলভসের জাল কাপিয়ে দেন জ্যাক গ্রেলিশ (Jack Grealish)। কেভিন ডি ব্রুইনের পাস দারুণ কাজে লাগিয়ে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন ব্রুইন। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

বল মাঠে গড়ানোর এক মিনিটের মধ্যেই উলভসের জাল কাপিয়ে দেন জ্যাক গ্রেলিশ (Jack Grealish)। কেভিন ডি ব্রুইনের পাস দারুণ কাজে লাগিয়ে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন ব্রুইন। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 5
বের্নান্ডো সিলভার পাস থেকে ১৬ মিনিটের মাথায় বল জালে জড়ান বরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন তারকা আর্লিং হালান্ড (Erling Haaland)। ম্যান সিটির জার্সিতে টানা গোল করে চলেছেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

বের্নান্ডো সিলভার পাস থেকে ১৬ মিনিটের মাথায় বল জালে জড়ান বরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন তারকা আর্লিং হালান্ড (Erling Haaland)। ম্যান সিটির জার্সিতে টানা গোল করে চলেছেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 5
৩৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন উলভসের কলিনস। ১০ জনের উলভস আর আটকাতে পারেনি ম্যান সিটিকে। ৬৯ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের বাড়ানো বলে গোল করে দেন ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৩৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন উলভসের কলিনস। ১০ জনের উলভস আর আটকাতে পারেনি ম্যান সিটিকে। ৬৯ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের বাড়ানো বলে গোল করে দেন ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

Next Photo Gallery