পুরভোটে অনেক চেষ্টা করেও ত্রিপুরার মাটিতে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি তৃণমূল। ভোট মিটতে নেতা-নেত্রীদের যাতায়াতও কমেছে। কিন্তু তারপরও যে হাল ছাড়তে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়, তা আরও একবার প্রমাণ হল।
বুধবার দিল্লিতে খোদ মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস। তাঁকে সামনে রেখেই তৃণমূল আবার ত্রিপুরায় কোমর বাধবে বলে মনে করা হচ্ছে।
মনে করা হয়, এর আগে সুদীপ রায় বর্মণকে সামনে রেখে লড়াই করার কথা ভেবেছিল তৃণমূল। কিন্তু বিজেপি ছেড়ে সেই বিক্ষুব্ধ নেতা কংগ্রেসে যোগ দেওয়ায়, সেই উদ্দেশ্য সফল হয়নি। এবার ত্রিপুরা তৃণমূল কংগ্রেস সভাপতি হতে পারেন পীযূষ।
পীযূষকে নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। সম্প্রতি তিনি কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করার পরই জল্পনা আরও বাড়ে। যদিও তিনি দাবি করেছিলেন, রাজনীতি ছাড়তে চলেছেন তিনি।
২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে পীযূষের এই তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বুধবার দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকও করেন মমতা। প্রতিদিন যাতে সাংসদরা সংসদে উপস্থিত থাকেন, সেই উপদেশ দিয়েছেন তিনি।