কেরল বেড়াতে যাবেন ভাবছেন? ভগবানের নিজের দেশে ঘুরতে গেলে কিন্তু সেখানকার বিভিন্ন লেকগুলো ঘুরে দেখতেই হবে। চোখ জুড়িয়ে যাবে সবুজ আর নীল জলের মিশেলে। তাই দেখে নেওয়া যাক কেরলের বিখ্যাত কয়েকটি লেক। জেনে নেওয়া তাদের খুঁটিনাটি।
কোট্টায়াম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ভেম্বনাদ কেরলের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় লেক। অসংখ্য নদী যুক্ত হয়েছে এই হ্রদের সঙ্গে। তাই চওড়ায় এই লেক সুবিশাল। হাউস বোটিং হোক পাখি দেখা কিংবা মাছ শিকার, সবেরই ব্যবস্থা রয়েছে ভেম্বনাদ লেকে।
কেরলের আর একটি বিখ্যাত লেক হল ভেল্লায়ানি লেক। এই ফ্রেশ ওয়াটার লেকের স্বচ্ছ নীলচে জল পূর্ণিমা রাতে দেখতে অপরূপ লাগে।
Pookode Lake- ওয়ানাড়ের এই হ্রদ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাহাড় ঘেরা এই হ্রদের ধারে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য ভিড় জমান পর্যটকরা।
মুল্লাপেইয়ার নদীর উপর বাঁধ নির্মাণের পর ১৯৮৫ সালে এই পেরিয়ার লেক নির্মাণ করা হয়। হ্রদের মধ্যেই অর্ধনিমজ্জিত অবস্থায় বিভিন্ন গাছ দেখা যায়। বিশেষ অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের জন্য এই পেরিয়ার লেক খুবই বিখ্যাত। এখান শান্ত স্থির নীল জল পর্যটকদের আকর্ষণের মূল কারণ।
এই অষ্টমুদি লেক বা হ্রদকে বলা হয় কেরলের ব্যাক-ওয়াটার্সের 'গেটওয়ে'। কেরলের দ্বিতীয় বৃহত্তম এই হ্রদ প্রায় ১৭০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নারকেল এবং পাম গাছে ঘেরা এই লেকে রয়েছে প্রায় ১০০ প্রজাতির মাছ।
এই সমস্ত লেক বা হ্রদ ছাড়াও কেরলের অন্যতম আকর্ষণ সেখানকার ব্যাক-ওয়াটার্স এবং তার অপরূপ সৌন্দর্য্য। তাই লেক ভ্রমণের পাশাপাশি ব্যাক-ওয়াটার্সের ঘোরার প্ল্যান কিন্তু বাদ দিলে চলবে না।