বলিউডের 'হিডেন জেম'- দের মধ্যে নিঃসন্দেহে শেফালি শাহ একজন। বার্থ ডে গার্ল আজ পা দিয়েছেন ৪৯ বছরে। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে শেফালির ভাণ্ডারে জমেছে অনেক সাফল্য। তাঁর জন্মদিনে আরও একবার দেখে নেওয়া যাক তাঁরই বিখ্যাত কিছু ছবি।
শেফালি শাহের ছবির তালিকায় 'ফিরে দেখা' মুহূর্ত শুরু হলে 'সত্যা' ছবির কথা বলতেই হবে। মনোজ বাজপেয়ীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি। ছোট্ট রোল অথচ অনেক সিনেমা প্রেমীই মনে রেখেছেন আজও। এর পাশাপাশি বলতেই হয় 'ওয়াক্ত' ছবির কথা। অমিতাভ বচ্চনের স্ত্রীর চরিত্রে অভিনেতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাপিয়ে অভিনয় করেছিলেন শেফালি।
ওটিটি হোক বা শর্ট ফিল্ম কিংবা বড়পর্দা, শেফালি শাহ সর্বত্রই সাবলীল। তাঁর সাবলীল অভিনয়ের সাম্প্রতিক নিদর্শন নেটফ্লিক্সের 'আজীব দাস্তান'। মানব কলের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি এককথায় জমিয়ে দিয়েছেন শেফালি।
ইউটিউবে রয়েছে শর্ট ফিল্ম 'জুস'। যাঁরা এখনও দেখেননি, চট করে দেখে ফেলুন। একটা সহজ সাধারণ গল্পকে শেফালি যে শুধু অভিব্যক্তি দিয়ে অসামান্য করে তুলতে পারেন, হাতেনাতে তাঁর প্রমাণ পাবেন।
ভারতবর্ষের বহুচর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম 'নির্ভয়া কাণ্ড'। এই শব্দ দুটো আজন্ম মানবজাতিকে শিউরে উঠতে বোধহয় বাধ্য করবে। এই ঘটনার প্রেক্ষাপটেই নেটফ্লিক্সের সিরিজ 'দিল্লি ক্রাইম'। জানা গল্প, প্রেডিক্টেবল স্ক্রিপ্ট, তাও শেষ মুহুর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। গোটা সিরিজটার ইউএসপি শেফালির অসামান্য অভিনয়।
জোয়া আখতারের মাল্টিস্টারার ছবি 'দিল ধড়কনে দো'। অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, রাহুল বোস, অনুষ্কা শর্মা, রণবীর সিং... কে নেই সেখানে। তবে সবার মধ্যেও নজর কেড়েছে শেফালি শাহ। তাঁর অভিনয় এককথায় লাজবাব।
১৯৯৫ সালে রামগোপাল ভার্মার ছবি 'রঙ্গিলা'- র হাত ধরে এক ছোট্ট চরিত্রে বলিউডে অভিষেক হয়েছিল শেফালির। তারপর সুযোগ পেয়েছিলেন 'সত্যা' ছবিতে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবিতে সুযোগ পেয়েছেন শেফালি। সেই সঙ্গে বারবার ছাপ রেখেছেন নিজের অভিনয় দক্ষতার।