Bangla NewsPhoto gallery Fans ask Anand Mahindra to gift car to commonwealth games 2022 gold medalists Mirabai Chanu, Achinta Sheuli and Jeremy Lalrinnunga
Anand Mahindra Car Gift: বাংলার ‘সোনার ছেলে’-কে ‘স্করপিও এন’ উপহার দেবেন আনন্দ মাহিন্দ্রা?
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তেলনে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন মীরাবাঈ চানু, বাংলার অচিন্ত্য শিউলি এবং জেরেমি লালরিননুনগা। গোটা দেশ তাঁদের এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও তার ব্যতিক্রম নন।