Anand Mahindra Car Gift: বাংলার ‘সোনার ছেলে’-কে ‘স্করপিও এন’ উপহার দেবেন আনন্দ মাহিন্দ্রা?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 04, 2022 | 8:00 AM

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তেলনে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন মীরাবাঈ চানু, বাংলার অচিন্ত্য শিউলি এবং জেরেমি লালরিননুনগা। গোটা দেশ তাঁদের এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও তার ব্যতিক্রম নন।

1 / 6
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তেলনে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন মীরাবাঈ চানু, বাংলার অচিন্ত্য শিউলি এবং জেরেমি লালরিননুনগা। গোটা দেশ তাঁদের এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও তার ব্যতিক্রম নন।(ছবি:টুইটার)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তেলনে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন মীরাবাঈ চানু, বাংলার অচিন্ত্য শিউলি এবং জেরেমি লালরিননুনগা। গোটা দেশ তাঁদের এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও তার ব্যতিক্রম নন।(ছবি:টুইটার)

2 / 6
টুইটারে চানু, অচিন্ত্য এবং জেরেমির ছবি দিয়ে অভিনন্দন জানান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। লেখেন, "অনুপ্রেরণার জন্য অন্য কোথাও যাওয়ার কি প্রয়োজন রয়েছে? ৩ জন অ্যাথলিট, যাঁরা দেখিয়ে দিয়েছেন ওজনকে কীভাবে সোনায় বদলে দিতে হয়।"(ছবি:টুইটার)

টুইটারে চানু, অচিন্ত্য এবং জেরেমির ছবি দিয়ে অভিনন্দন জানান মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। লেখেন, "অনুপ্রেরণার জন্য অন্য কোথাও যাওয়ার কি প্রয়োজন রয়েছে? ৩ জন অ্যাথলিট, যাঁরা দেখিয়ে দিয়েছেন ওজনকে কীভাবে সোনায় বদলে দিতে হয়।"(ছবি:টুইটার)

3 / 6
টুইটের মন্তব্য বক্সে একজন ধনকুবের শিল্পপতিকে অনুরোধ করেন সোনাজয়ীদের গাড়ির উপহার দেওয়ার জন্য। লেখেন, "গতবারের মতো এবারও আমাদের সোনাজয়ী অ্যাথলিটদের সম্মানে গাড়ি উপহার দিন। ওঁদের স্করপিও এন গাড়ি উপহার দিলে কেমন লাগবে?" (ছবি:টুইটার)

টুইটের মন্তব্য বক্সে একজন ধনকুবের শিল্পপতিকে অনুরোধ করেন সোনাজয়ীদের গাড়ির উপহার দেওয়ার জন্য। লেখেন, "গতবারের মতো এবারও আমাদের সোনাজয়ী অ্যাথলিটদের সম্মানে গাড়ি উপহার দিন। ওঁদের স্করপিও এন গাড়ি উপহার দিলে কেমন লাগবে?" (ছবি:টুইটার)

4 / 6
অন্য একজন লেখেন, "ওদের বাড়ির সামনে স্করপিও এন দাঁড়িয়ে থাকতে দেখতে চাই।" যদিও এই অনুরোধের এখনও জবাব দেননি শিল্পপতি।(ছবি:টুইটার)

অন্য একজন লেখেন, "ওদের বাড়ির সামনে স্করপিও এন দাঁড়িয়ে থাকতে দেখতে চাই।" যদিও এই অনুরোধের এখনও জবাব দেননি শিল্পপতি।(ছবি:টুইটার)

5 / 6
দেশের অ্যাথলিটদের উৎসাহ বাড়াতে অতীতে গাড়ি উপহার দিতে দেখা গিয়েছে আনন্দ মাহিন্দ্রাকে। নীরজ চোপড়া, সুমিত অ্যান্টিল, দ্যুতি চাঁদের মতো অ্যাথলিটরা তাঁর থেকে ঝাঁ চকচকে গাড়ি উপহার পেয়েছেন।(ছবি:টুইটার)

দেশের অ্যাথলিটদের উৎসাহ বাড়াতে অতীতে গাড়ি উপহার দিতে দেখা গিয়েছে আনন্দ মাহিন্দ্রাকে। নীরজ চোপড়া, সুমিত অ্যান্টিল, দ্যুতি চাঁদের মতো অ্যাথলিটরা তাঁর থেকে ঝাঁ চকচকে গাড়ি উপহার পেয়েছেন।(ছবি:টুইটার)

6 / 6
তাই দিলদরাজ শিল্পপতি যদি চানু, অচিন্ত্যদের গাড়ি উপহার দেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন দেখার মাহিন্দ্র গ্রুপের কর্ণধার টুইটের জবাব দেন কি না। (ছবি:টুইটার)

তাই দিলদরাজ শিল্পপতি যদি চানু, অচিন্ত্যদের গাড়ি উপহার দেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন দেখার মাহিন্দ্র গ্রুপের কর্ণধার টুইটের জবাব দেন কি না। (ছবি:টুইটার)

Next Photo Gallery