India vs Sri Lanka: মাঠে লড়াই বিরাট-শনাকাদের; ইডেন মাতিয়ে দিচ্ছেন সুধীর, সেনানায়করা

ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওডিআই ম্যাচ। মাঠে নেমে পড়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, দাসুন শনাকারা। মাঠের বাইরে শীতের দুপুরের মিঠে রোদ গায়ে সেঁকে ইডেন কাঁপাচ্ছেন দুই দেশের সমর্থকরা।

| Edited By: | Updated on: Jan 12, 2023 | 1:54 PM
পৃথিবীর যে প্রান্তেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকুক, গ্যালারিতে তাঁদের দেখা ঠিকই মেলে। কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটে ডাই হার্ড ফ্যান সুধীর কুমার চৌধুরী এবং শ্রীলঙ্কার ফ্যান জ্ঞান সেনানায়েকের। দু'জনই নিজের নিজের দেশকে সমর্থন করতে কলকাতায় পৌঁছেছেন। (ছবি নিজস্ব)

পৃথিবীর যে প্রান্তেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকুক, গ্যালারিতে তাঁদের দেখা ঠিকই মেলে। কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটে ডাই হার্ড ফ্যান সুধীর কুমার চৌধুরী এবং শ্রীলঙ্কার ফ্যান জ্ঞান সেনানায়েকের। দু'জনই নিজের নিজের দেশকে সমর্থন করতে কলকাতায় পৌঁছেছেন। (ছবি নিজস্ব)

1 / 7
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওডিআই ম্যাচ। দেড়টা থেকে শুরু হয়েছে ম্যাচ। তার আগে ইডেনের বাইরে ক্যামেরায় ধরা পড়লেন সুধীর, জ্ঞান-সহ আরও অনেক ক্রিকেট অনুরাগীদের। (ছবি নিজস্ব)

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওডিআই ম্যাচ। দেড়টা থেকে শুরু হয়েছে ম্যাচ। তার আগে ইডেনের বাইরে ক্যামেরায় ধরা পড়লেন সুধীর, জ্ঞান-সহ আরও অনেক ক্রিকেট অনুরাগীদের। (ছবি নিজস্ব)

2 / 7
তিলোত্তমায় জানুয়ারির কনকনে শীতের দুপুরের মিষ্টি রোদ গায়ে মেখে ইডেনে ভিড় জমিয়েছেন সমর্থকরা। শ্রীলঙ্কার সমর্থক হাতে গোনা। বেশিরভাগটাই ভারতীয় সমর্থক। (ছবি নিজস্ব)

তিলোত্তমায় জানুয়ারির কনকনে শীতের দুপুরের মিষ্টি রোদ গায়ে মেখে ইডেনে ভিড় জমিয়েছেন সমর্থকরা। শ্রীলঙ্কার সমর্থক হাতে গোনা। বেশিরভাগটাই ভারতীয় সমর্থক। (ছবি নিজস্ব)

3 / 7
কারও হাতে ভারত ও শ্রীলঙ্কার পতাকা, কেউ ভারতের পতাকার রঙে নিজেদের রাঙিয়ে নিয়েছেন।(ছবি নিজস্ব)

কারও হাতে ভারত ও শ্রীলঙ্কার পতাকা, কেউ ভারতের পতাকার রঙে নিজেদের রাঙিয়ে নিয়েছেন।(ছবি নিজস্ব)

4 / 7
একইসঙ্গে শোনা গেল দুই দেশের সমর্থকদের মুখে নিজ নিজ দলের সমর্থনে স্লোগান। (ছবি নিজস্ব)

একইসঙ্গে শোনা গেল দুই দেশের সমর্থকদের মুখে নিজ নিজ দলের সমর্থনে স্লোগান। (ছবি নিজস্ব)

5 / 7
ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারত এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে।(ছবি নিজস্ব)

ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারত এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে।(ছবি নিজস্ব)

6 / 7
আজ ইডেন গার্ডেন্সে ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।(ছবি নিজস্ব)

আজ ইডেন গার্ডেন্সে ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।(ছবি নিজস্ব)

7 / 7
Follow Us: