TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 05, 2022 | 3:37 PM
শিরিষ কুন্দ্রার সঙ্গে ২০০৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ফারহার খান। তবে সেই বিয়ের সম্পর্কের গভীরতা এখন যতই হোক না কেন, প্রথম বছর দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ফারহার।
সম্প্রতি মিকা সিং-এর সয়ম্বর সভায় উপস্থিত হতে দেখা যায় ফারহাকে। সেখানেই তিনি প্রতিযোগীদের নানা প্রশ্ন করেন। যার মধ্যে অন্যতম হল বিয়ের বয়স। কথা প্রসঙ্গে উঠে আসে বিয়ের বয়স নিয়ে নানা মন্তব্য।
একটি নির্দিষ্ট বয়সের পরই বিয়ের পিঁড়িতে বসতে হয় বলে যিনি বিয়ে করেন, তাঁদের বিয়ে করার সিদ্ধান্ত ভুল বলেই স্পষ্ট জানান ফারহা। তিনি আরও বলেন, বিয়ের কোনও নির্দিষ্ট বয়স হয় না, মনের মত মানুষ পেলেই বিয়র পিঁড়িতে বসা উচিত।
কারণ ফারহা নিজের জীবনে পরোখ করেছেন বিয়ের পর ঠিক কী কী সমস্যা হতে পারে। জানিয়েছিলেন, বিয়ের প্রথম বছরই তাঁর মনে হয়েছিল বিয়ে ভেঙে পালিয়ে যাওয়ার কথা। কঠিন হয়ে গিয়েছিল মানিয়ে নেওয়া।
সেই সুবাদেই তিনি সকলের উদ্দেশ্যে জানিয়ে ছিলেন, যে বিয়ের বিষয় হঠাৎ কোনও সিদ্ধান্ত না নিতে। মিকার সম্পর্কেও তিনি মন্তব্য করেন যে, মিকা খুব সেন্সিটিভ। একজন গোছানো মেয়েই পারবে ওঁকে সামলে রাখতে।