বাসেল: সুইত্জারল্যান্ডের রাজধানী বাসেলে রজার ফেডেরারের নামে ট্রাম। ট্রামের নাম ফেডেরার এক্সপ্রেস। নিজের নামাঙ্কিত ট্রামে চেপে বিভিন্ন মুহূর্তের ছবি তুললেন ফেডেরার। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেডেরার হাঁটুর চোটের জন্য দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন। সম্প্রতি এটিপি ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যেও নেই তিনি।