Thirsty During Sleep: ঘুমের মধ্যে আমাদের অনেকেরই গলা শুকিয়ে যায়, জল তেষ্টা পায়, এমন কেন হয় সে সম্বন্ধে জেনে নিন…
রাতে ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়, যার ফলে ঘুম ভেঙে যায় অনেকেরই। আবার কারও কারও পানির পিপাসায় ঘুম ভেঙে যায়, শুধু শুধু গলা মুখ শুকিয়ে আসে, ঠোঁট শুকিয়ে যায়।