বিশ্বচ্যাম্পিয়ন। এত দিন এই ট্রফিই অধরা ছিল লিওনেল মেসির। কাতারে সেই স্বপ্ন পূরণ করেছেন। ফিফার মঞ্চে হাসি মুখেই থাকার কথা লিও'র। ছবি: এএফপি
বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স। ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক তথা পিএসজি ফরোয়ার্ড লিওনেল মেসি। ফিফা প্রেসিডেন্টের থেকে পুরস্কার নিচ্ছেন। ছবি: এএফপি
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্য়াম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে কোচ লিওনেল স্কালোনিরও। ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার আর এক লিও। ছবি: এএফপি
পারফরম্যান্স ও বিতর্ক। কাতার বিশ্বকাপে দুইয়েই ছিলেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ভূমিকা নিয়েছে তাঁর বিশ্বস্ত হাত। ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতলেন এমি। ছবি: এএফপি
বিশ্বকাপে একের পর এক অনবদ্য পারফরম্য়ান্সে নজর কেড়েছেন। তবে শুধু হাতেই নয়, ফাইনালে বাঁ পা স্ট্রেচ করে তাঁর গোলরক্ষা ভুললে চলবে না। আর্জেন্টিনার বিশ্ব জয়ের অন্য়তম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: এএফপি
ফিফার পুরস্কারে আর্জেন্টিনার দাপট। এমনকি বর্ষসেরা ফ্যানের পুরষ্কারও আর্জেন্টিনার দখলে। ফিফার পুরস্কার মঞ্চে আর্জেন্টিনার সুপারফ্যান। (ছবি: এএফপি)
ফিফা মহিলাদের ক্য়াটেগরিতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন স্পেন তথা বার্সেলোনা ফরোয়ার্ড অ্যালেক্সিয়া পুতেয়াস। ব্যালন ডি'অরও জিতেছিলেন তিনি। ছবি: এএফপি
মহিলাদের ক্য়াটেগরিতে বর্ষসেরা গোলরক্ষকের পুরষ্কার জিতলেন ইংল্যান্ডের মেরি ইয়ার্পস। প্যারিসে পুরস্কার মঞ্চে মেরি।
মহিলাদের ক্যাটেগরিতে ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন সারিনা উইম্যান। ইংল্যান্ড জাতীয় দলের কোচ সারিনা। ছবি: এএফপি
গত বছরের শেষে ফুটবল বিশ্ব হারিয়েছে কিংবদন্তি পেলেকে। ফিফার পুরস্কার মঞ্চে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। ছবি: এএফপি