Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Happy Birthday Ashutosh Rana: আশুতোষ রানার জন্মদিন, দীর্ঘ কেরিয়ারে ফিরে দেখা কিছু চরিত্র

Happy Birthday Ashutosh Rana: বলিউডের এই অভিনেতা আজ বার্থডে বয়। নিজস্ব দক্ষতায়, পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের কিছু সেরা ছবি।

| Edited By: | Updated on: Nov 10, 2021 | 8:34 AM
আজ ৫৪ বছর বয়স হল আশুতোষ রানার। বলিউডের এই অভিনেতা আজ বার্থডে বয়। নিজস্ব দক্ষতায়, পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের কিছু সেরা ছবি।

আজ ৫৪ বছর বয়স হল আশুতোষ রানার। বলিউডের এই অভিনেতা আজ বার্থডে বয়। নিজস্ব দক্ষতায়, পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের কিছু সেরা ছবি।

1 / 7
তনুজা চন্দ্র-র ‘দুশমন’-এ এক সাইকোলজিক্যাল কিলার-এর চরিত্রে অভিনয় করেছিলেন আশুতোষ। কাজলের ছিল দ্বৈত চরিত্র। ছিলেন সঞ্জয় দত্ত। হলিউডি ছবি 'আই ফর অ্যান আই'-এর রিমেক 'দুশমন'। আশুতোষের অসাধারণ পারফরম্যান্স মনে রাখবেন দর্শক।

তনুজা চন্দ্র-র ‘দুশমন’-এ এক সাইকোলজিক্যাল কিলার-এর চরিত্রে অভিনয় করেছিলেন আশুতোষ। কাজলের ছিল দ্বৈত চরিত্র। ছিলেন সঞ্জয় দত্ত। হলিউডি ছবি 'আই ফর অ্যান আই'-এর রিমেক 'দুশমন'। আশুতোষের অসাধারণ পারফরম্যান্স মনে রাখবেন দর্শক।

2 / 7
১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সাইকোলজিক্যাল অ্যাকশন হরর ফিল্ম ‘সংঘর্ষ’। অক্ষয় কুমার, প্রীতি জিন্টা এবং অবশ্যই আশুতোষ রানা ছিলেন মুখ্য চরিত্রে। নেগেটিভ চরিত্রে ফের নিজেকে প্রমাণ করেছিলেন আশুতোষ। বাস্তবের এক পুলিশ কেসের আধারে নাকি তৈরি হয়েছিল এই ছবি।

১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সাইকোলজিক্যাল অ্যাকশন হরর ফিল্ম ‘সংঘর্ষ’। অক্ষয় কুমার, প্রীতি জিন্টা এবং অবশ্যই আশুতোষ রানা ছিলেন মুখ্য চরিত্রে। নেগেটিভ চরিত্রে ফের নিজেকে প্রমাণ করেছিলেন আশুতোষ। বাস্তবের এক পুলিশ কেসের আধারে নাকি তৈরি হয়েছিল এই ছবি।

3 / 7
ইমরান হাশমি, শ্রিয়া সরণ, মৃণালিনী শর্মার সঙ্গে ‘আওয়ারাপন’-এ অভিনয় করেছিলেন আশুতোষ। মোহিত সুরির এই ছবিতে হংকং-এর এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন আশুতোষ।

ইমরান হাশমি, শ্রিয়া সরণ, মৃণালিনী শর্মার সঙ্গে ‘আওয়ারাপন’-এ অভিনয় করেছিলেন আশুতোষ। মোহিত সুরির এই ছবিতে হংকং-এর এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন আশুতোষ।

4 / 7
আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আশুতোষের অভিনয় মন ভরিয়ে দিয়েছিল দর্শকের। সাধারণত নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু এই ছবিতে আশুতোষ এক বাবার ভূমিকায় অভিনয় করেন।

আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আশুতোষের অভিনয় মন ভরিয়ে দিয়েছিল দর্শকের। সাধারণত নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু এই ছবিতে আশুতোষ এক বাবার ভূমিকায় অভিনয় করেন।

5 / 7
‘হাঙ্গামা ২’। এই ছবিতে মিজান জাফরির অনস্ক্রিন বাবার ভূমিকায় অভিনয় করেছেন আশুতোষ। পরেশ রাওয়াল, শিল্পা শেট্টির সঙ্গে এই ছবিতে আশুতোষের কমিক সেন্সে মুগ্ধ হয়েছেন দর্শক।

‘হাঙ্গামা ২’। এই ছবিতে মিজান জাফরির অনস্ক্রিন বাবার ভূমিকায় অভিনয় করেছেন আশুতোষ। পরেশ রাওয়াল, শিল্পা শেট্টির সঙ্গে এই ছবিতে আশুতোষের কমিক সেন্সে মুগ্ধ হয়েছেন দর্শক।

6 / 7
দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করেছেন আশুতোষ। তবে নেগেটিভ চরিত্র তাঁর আলাদা পরিচিতি তৈরি করেছিল। জন্মদিনে অনুরাগীরা তাঁকে আরও ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করেছেন আশুতোষ। তবে নেগেটিভ চরিত্র তাঁর আলাদা পরিচিতি তৈরি করেছিল। জন্মদিনে অনুরাগীরা তাঁকে আরও ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন।

7 / 7
Follow Us: