Bollywood Secrets: অশান্তি, টিটকিরি, অসম্মান… ৬ তারকার স্কুলজীবন ছিল নরকের চেয়েও খারাপ!
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 19, 2022 | 7:13 PM
Bullied in School: তাঁদের যাঁরা স্কুলে বুলি করতেন, জ্বালাতন করতেন, তাঁরা আজ কোথায়? জানলে অবাক হবেন, স্কুলের তিক্ত অভিজ্ঞতা থেকে রেহাই পাননি হৃত্বিক থেকে প্রিয়াঙ্কা কেউই।
1 / 6
অভিষেক বচ্চন - আমির খানের 'তারে জ়মিন পর' ছবিতে ঈশানের ডিসলেক্সিক সমস্য়া ছিল। ঠিক একই সমস্যায় জর্জরিত ছিলেন জুনিয়র বচ্চন অভিষেক। স্কুলের সহপাঠীরা তাঁকে নিয়ে মস্করা করত, পিছনে লাগত খুব।
2 / 6
অর্জুন কাপুর - একটা সময় ১৪০ কিলো ওজন ছিল অর্জুনের। শরীরের গঠনের কারণে স্কুলের সহপাঠীরা তাঁকে 'মোটা মোটা' বলে বুলি করত।
3 / 6
বর্তমানে হৃত্বিক রোশন বিক্রম বেধা ছবির প্রচারেই নজর দিচ্ছেন। চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে অ্যাকশন প্যাক এই ছবি। যা এক কথায় সিনে দুনিয়ায় ঝড় তুলবে বলেই ফিল্মবিশেষজ্ঞদের মত। ফলে পরবর্তী ছবি ঘিরে এখন খবরের শিরোনামে হৃত্বিক রোশন।
4 / 6
করণ জোহর - স্কুলে পড়ার সময় করণেরও ওজন ছিল অনেক বেশি। সেই কারণে স্কুলে তাঁকে 'লাড্ডু' নাম দিয়েছিল সহপাঠীরা।
5 / 6
প্রিয়াঙ্কা চোপড়া- মার্সিডিজ বেঞ্জ উপহারে পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। পিগি চপসকে ভাল বেসে জন্মদিনে এই উপহার দিয়েছিলেন নিক। সেই ছচবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা।
6 / 6
তুষার কাপুর - কোনও নির্দিষ্ট কারণে বুলি করা হয়নি তুষারকে। কিন্তু ছোটবেলায় স্কুলে এবং নিজের পাড়াতেও জ্বালাতন ভোগ করতে হয়েছে অভিনেতাকে।