TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Nov 17, 2022 | 8:30 AM
২০২৩ সাল থেকে মার্কিন মুলুকে শুরু হতে চলেছে টি২০ ক্রিকেট লিগের। লিগের নাম 'মেজর লিগ ক্রিকেট'। এই লিগে অংশগ্রহণকারী দল থেকে খেলোয়াড়, কারও নাম চূড়ান্ত না হলেও আয়োজকদের বিশ্বাস এই লিগ আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হবে। ভারত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ টিমের প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চাঁদ আয়োজকদের অন্যতম।
জানা গিয়েছে, ২০২৩ সালে জুলাই মাস থেকে এমএলসি শুরু হবে। আমেরিকার ৬টি মেট্রো শহর- ডালাস, সান ফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, সিয়াটেল এবং নিউ ইয়র্ক সিটি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক অনেক ক্রিকেট তারকাকে এই লিগে খেলতে দেখা যেতে পারে।
টেক্সাসের গ্র্যান্ড প্রেইরিতে নবনির্মিত এমএলসি ভেন্যু গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৩ জুলাই উদ্বোধনী ম্যাচ। ১৮ দিনের এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ খেলা হবে।
সদ্য অস্ট্রে্লিয়াতে অষ্টম টি২০ বিশ্বকাপ শেষ হল। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে মার্কিন মুলুকে এই টুর্নামেন্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আমেরিকার লডারহিল, ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম শুধুমাত্র আইসিসি অনুমোদিত এবং এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছে। জানা দিয়েছে গ্র্যান্ড পিয়ের স্টেডিয়াম তৈরি করতে মোট ৩০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে।