TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Nov 17, 2022 | 3:26 PM
আরিয়ান খান-- সম্পর্কে শাহরুখ খানের সন্তান। বোন সুহানা অভিনেতা হতে চাইলেও আরিয়ান চাননি। এমনকি করণ জোহরের ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। তাঁর ভাল লাগে ক্যামেরার নেপথ্যে কাজ করতেই। তিনি লিখতে ভালবাসেন। তাই চিত্রনাট্য লেখার কাজ নিয়েই এগিয়ে যেতে চান।
নভ্যা নভেলি- অমিতাভের নাতনি নভ্যা। তবে ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁর কোনও আগ্রহই নেই। তাঁর নিজস্ব পডকাস্ট রয়েছে। এ ছাড়াও সমাজসেবা মূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি।
কৃষ্ণা শ্রফ- ভাই টাইগার অভিনেতা, বাবা জ্যাকিও ছিলেন একদা সুদর্শন হিরো। কিন্তু কৃষ্ণা হেঁটেছেন অন্য পথে। দিনের বেশির ভাগ সময় জিমেই কাটান তিনি। তিনি যে ফিটনেস ফ্রীক। সম্প্রতি শুরু করেছেন নিজের ব্যবসাও।
অ্যালানা পান্ডে- বোন অনন্যা এ যুগের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেও তুতো দিদি অ্যালানা কিন্তু হেঁটেছেন অন্য পথে। অভিনেত্রী হতে চাননি। বর্তমানে তিনি বিবাহিত, চুটিয়ে করছেন সংসার।
আরহান খান-- সম্পর্কে মালাইকা অরোরা ও আরবাজ খানের সন্তান। ছবিতে অভিনয় করার ইচ্ছে নেই তাঁর। তবে আগামী দিনের কথা কেই বা বলতে পারে!