Serie-A: প্রথম জয়ের দেখা পেল জুভেন্টাস
সিরি-এ তে প্রথম জয়ের দেখা পেল জুভেন্টাস (Juventus)। অ্যাওয়ে ম্যাচে স্পেজিয়াকে (Spezia) হারাল ৩-২ গোলে। হাড্ডাহাড্ডি ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন অ্যালেগ্রির ছেলেরা। জুভেন্টাসের হয়ে গোল মোয়েস কিন, ফেডরিকো চিয়েসা ও ডি লিটের। ৫ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট ১৭ নম্বরে রয়েছে জুভেন্টাস।