TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 23, 2021 | 7:35 PM
প্রতি ছবিতে কোটি টাকা উপার্জন করেন তাঁরা। কিন্তু শুরুটা এমন হয়নি তাঁদের। কেই পেয়েছিলেন এক লক্ষ আবার কেউ বা পাঁচ হাজার। কথা হচ্ছে আপনার প্রিয় বলি তারকাদের নিয়ে। অবাক হচ্ছেন? দেখে নিন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া এই ছয় বলি তারকার প্রথম পারিশ্রমিক। আর মিলিয়ে নিন আপনার প্রথম রোজগারের সঙ্গে ফারাক কতটা!
কয়ামত সে কয়ামত তাক ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন আমির খান। প্রথম ছবিতে পেয়েছিলেন ১১ হাজার টাকা।
ধড়ক ছবির মধ্যে দিয়েই বলি ডেবিউ হয় শ্রীদেবী কন্যা জাহ্নবীর। তিনি পেয়েছিলেন ৬০ লক্ষ টাকা।
সুজিত সরকারের ভিকি ডোনারের মধ্যে দিয়েই বড় পর্দায় ডেবিউ তাঁর। বর্তমানে প্রতি ছবি কোটি টাকা আয় করা আয়ুষ্মান খুরানা প্রথম ছবির জন্য পেয়েছিলেন আড়াই লক্ষ টাকা।
বিবি হো তো অ্যায়সি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। ওই ছবির জন্য তিনি পেয়েছিলেন দেড় হাজার টাকা। ম্যায়নে প্যায়ার কিয়া ছবি দিয়েই বলি ডেবিউ হয় তাঁর। পেয়েছিলেন ৩১ হাজার টাকা।
সৌগন্ধ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা দেন খিলাড়ি কুমার অক্ষয়। পেয়েছিলেন ৫ হাজার টাকা।
প্রথম ছবি ৭ হিন্দুস্থানি দিয়ে বলি যাত্রা শুরু অমিতাভ বচ্চনের। ওই ছবিতে তিনি পেয়েছিলেন পাঁচ হাজার টাকা।