TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Sep 23, 2021 | 9:14 PM
বিশেষ ভাবে নির্মিত বোয়িং বি৭৭৭ (Boeing B777) ভিভিআইপি বিমান। যাঁর পোশাকি নাম এয়ার ইন্ডিয়া ওয়ান (Air India One)। গত বছর ৭৪৭ বিমানটির পরিবর্তে মূলত প্রধানমন্ত্রীর (Prime Minister of India) ব্যবহারের জন্য আনা হয় এই বিশেষ ভিভিআইপি বিমান। প্রধানমন্ত্রী ছাড়াও দেশের রাষ্ট্রপতি (President of India) ও উপ রাষ্ট্রপতি (Vice President of India) বিদেশ সফরে গেলে ব্যবহার করতে পারবেন এই বিশেষ বিমান। ছবি টুইটার
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তাঁর তিন দিনের আমেরিকা (America) সফরে এই বিশেষ প্রযুক্তিতে নির্মিত বিমানে রওনা দিয়েছিলেন। তাঁর এই সফরে প্রথমবার আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী। এছাড়াও অস্ট্রেলিয়া, জাপানের মতো কোয়াড ভুক্ত দেশগুলির (Quad Countries) রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা হওয়ার কথা মোদীর। সরকারি কোষাগার থেকে প্রায় আট হাজার কোটি টাকা খরচ করে কেনা এই বোয়িং বি৭৭৭ বিমানটি নিয়ে দেশের রাজনীতিতে বিতর্ক দেখা দিয়েছিল। এমন কি আছে এই বিমানে জেনে নেওয়া যাক। ছবি টুইটার
নিরাপত্তা ব্যবস্থা: এয়ার ইন্ডিয়া ওয়ানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যা বিমানটির নিরাপত্তা অনেক গুন বাড়িয়ে দেয়। এছাড়াও বিমানটিতে রয়েছে লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজরস্, এই প্রযুক্তি যেকোনও ধরনের মিসাইল হামলা আটকাতে সক্ষম। ছবি টুইটার
স্ব-সুরক্ষার প্রযুক্তি: এটি ভারতের প্রথম বিমান যেখানে স্বনিরাপত্তার জন্য যাবতীয় বন্দোবস্ত করা রয়েছে। এর নাম সেল্ফ প্রোটেকশন স্যুট। এই বিশেষ প্রযুক্তি শত্রুপক্ষের রাডারকে সহজেই জ্যাম করতে পারে। ছবি টুইটার
আধুনিক যোগাযোগ ব্যবস্থা: বোয়িং বি৭৭৭ ভিভিআইপি বিমানে রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার যাবতীয় উপকরণ। এই বিমান থেকে মাঝ আকাশে ওড়ার সময়ও অডিও ও ভিডিওর মাধ্যমে যোগাযোগ করা সম্ভব। হ্যাকারদের পক্ষেও এই প্রযুক্তি হ্যাক করা সম্ভব নয়। ছবি টুইটার
জেটল্যাগ কী তা জানেনই না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি টুইটার