Asia Cup 2022: ভুবি থেকে অর্শদীপ, আমিরশাহিতে নজরে ভারতের যে বোলাররা

ভুবনেশ্বর কুমারের সুইং, অর্শদীপ সিংয়ের পেস, যুজবেন্দ্র চাহালের স্পিন এবং রবিচন্দ্রন অশ্বিনের ট্যাকটিক্স ভারতীয় বোলিং আক্রমণে বৈচিত্র্য় এনেছে। এরই সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড ক্ষমতা দলে ব্যালেন্স এনেছে।

| Edited By: | Updated on: Aug 28, 2022 | 8:33 AM
ভুবনেশ্বর কুমারের সুইং, অর্শদীপ সিংয়ের পেস, যুজবেন্দ্র চাহালের স্পিন এবং রবিচন্দ্রন অশ্বিনের ট্যাকটিক্স ভারতীয় বোলিং আক্রমণে বৈচিত্র্য় এনেছে। এরই সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড ক্ষমতা দলে ব্যালেন্স এনেছে। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে এশিয়া কাপে পেস বিভাগের নেতৃত্বে থাকবেন ভুবি। (ছবি:টুইটার)

ভুবনেশ্বর কুমারের সুইং, অর্শদীপ সিংয়ের পেস, যুজবেন্দ্র চাহালের স্পিন এবং রবিচন্দ্রন অশ্বিনের ট্যাকটিক্স ভারতীয় বোলিং আক্রমণে বৈচিত্র্য় এনেছে। এরই সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড ক্ষমতা দলে ব্যালেন্স এনেছে। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে এশিয়া কাপে পেস বিভাগের নেতৃত্বে থাকবেন ভুবি। (ছবি:টুইটার)

1 / 5
এশিয়া কাপে ভারতের ভরসার অন্যতম বড় নাম যুজবেন্দ্র চাহাল। কুড়ি বিশের অন্যতম সফল এই স্পিনার বিশ্বকাপের আগে নিজের ঘূর্ণিতে বাজিমাত করতে চান। (ছবি:টুইটার)

এশিয়া কাপে ভারতের ভরসার অন্যতম বড় নাম যুজবেন্দ্র চাহাল। কুড়ি বিশের অন্যতম সফল এই স্পিনার বিশ্বকাপের আগে নিজের ঘূর্ণিতে বাজিমাত করতে চান। (ছবি:টুইটার)

2 / 5
চলতি বছরেই ভারতের জার্সিতে অভিষেক হয়েছে অর্শদীপ সিংয়ের। অভিষেক হওয়া ইস্তক প্রায় প্রতিটি টি-২০ ম্যাচেই খেলা সুযোগ পেয়েছেন। এশিয়া কাপে ভারতীয় দলের তুরুপের তাস হয়ে উঠতে পারেন পঞ্জাবের তরুণ পেসার। (ছবি:টুইটার)

চলতি বছরেই ভারতের জার্সিতে অভিষেক হয়েছে অর্শদীপ সিংয়ের। অভিষেক হওয়া ইস্তক প্রায় প্রতিটি টি-২০ ম্যাচেই খেলা সুযোগ পেয়েছেন। এশিয়া কাপে ভারতীয় দলের তুরুপের তাস হয়ে উঠতে পারেন পঞ্জাবের তরুণ পেসার। (ছবি:টুইটার)

3 / 5
শুনতে অবাক লাগলেও রবীন্দ্র জাদেজা এশিয়া কাপে ভারতের উইকেট সংগ্রহকারী শীর্ষ পাঁচ বোলারদের মধ্যে একজন। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ এবং ২০১৮ সালে এশিয়া কাপ খেলে উইকেট তুলেছেন ২২টি।  ২৯ রানে ৪ উইকেট নেওয়ার নজিরও রয়েছে। (ছবি:টুইটার)

শুনতে অবাক লাগলেও রবীন্দ্র জাদেজা এশিয়া কাপে ভারতের উইকেট সংগ্রহকারী শীর্ষ পাঁচ বোলারদের মধ্যে একজন। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ এবং ২০১৮ সালে এশিয়া কাপ খেলে উইকেট তুলেছেন ২২টি। ২৯ রানে ৪ উইকেট নেওয়ার নজিরও রয়েছে। (ছবি:টুইটার)

4 / 5
টি-২০ ফরম্যাটে লেগ স্পিনারদের আলাদা কদর রয়েছে। আমিরশাহির পিচের চরিত্র দেখে স্পিনারদের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ বোলার রবি বিষ্ণোই। বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন রবি। এশিয়া কাপে প্রথম একাদশে জায়গা করে নিতে পারলে প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দেবেন। (ছবি:টুইটার)

টি-২০ ফরম্যাটে লেগ স্পিনারদের আলাদা কদর রয়েছে। আমিরশাহির পিচের চরিত্র দেখে স্পিনারদের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ বোলার রবি বিষ্ণোই। বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন রবি। এশিয়া কাপে প্রথম একাদশে জায়গা করে নিতে পারলে প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দেবেন। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: